সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম জাতীয় পে-স্কেলের কাঠামো ও সুযোগ-সুবিধা চূড়ান্ত করতে আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে পে-কমিশন। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, সচিবালয়ে অনুষ্ঠেয় এই সভায় বেতন স্কেলের সর্বোচ্চ ও সর্বনিম্ন সীমা নির্ধারণসহ বেশ কিছু নীতিগত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
বৃহস্পতিবার দুপুর ১২টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের পুরাতন ভবনের সভাকক্ষে এই পূর্ণাঙ্গ কমিশন সভা শুরু হওয়ার কথা রয়েছে। সভায় নতুন বেতন কাঠামোর গ্রেড সংখ্যা, বাড়ি ভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা এবং অবসরকালীন সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। কমিশনের সদস্যরা একমত হলে আজই এসব প্রস্তাবনার খসড়া চূড়ান্ত হতে পারে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কমিশন তাদের প্রতিবেদনে বাজারের বর্তমান উচ্চ মূল্যস্ফীতি এবং নিত্যপণ্যের দামকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। এ ছাড়াও একটি আদর্শ পরিবারের সদস্য সংখ্যা, আবাসন ও সন্তানদের শিক্ষা ব্যয়কে প্রধান সূচক হিসেবে বিবেচনায় নিয়ে নতুন বেতন কাঠামো সাজানো হচ্ছে। এই পূর্ণাঙ্গ ফ্রেমওয়ার্ক বা সুপারিশমালা পরবর্তী সরকারের জন্য বেতন নির্ধারণের মূল ভিত্তি হিসেবে কাজ করবে বলে ধারণা করা হচ্ছে।
সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এই পে-কমিশন গঠন করা হয়েছিল। বর্তমান প্রেক্ষাপটে জীবনযাত্রার ব্যয় ও সরকারি সক্ষমতার মধ্যে সমন্বয় ঘটিয়ে একটি যুগোপযোগী ও সম্মানজনক বেতন কাঠামো উপহার দেওয়াই এই সভার মূল লক্ষ্য।