× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মনোনয়ন ফিরে পেলেন আরও ৭৩ জন, ৫ দিনে বৈধ প্রার্থী ২৭৭

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৫ জানুয়ারি ২০২৬, ০০:৫০ এএম । আপডেটঃ ১৫ জানুয়ারি ২০২৬, ০১:১৪ এএম

নির্বাচন কমিশন ভবন |

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির পঞ্চম দিনে আরও ৭৩ জন প্রার্থী তাঁদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। বুধবার (১৪ জানুয়ারি) নির্বাচন কমিশনে (ইসি) ১০০টি আবেদনের শুনানি শেষে ৭৩টির বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত দেয় কমিশন। বিপরীতে ১৭টি আবেদন নামঞ্জুর হয়েছে এবং ১০টি আবেদনের সিদ্ধান্ত অপেক্ষমাণ রাখা হয়েছে।

রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনের অডিটরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই শুনানি চলে। দিনের কার্যক্রম শেষে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের ব্রিফ করেন।

সচিব জানান, গত পাঁচ দিনে কমিশন মোট ৩৮০টি আপিল আবেদন নিষ্পত্তি করেছে। এর মধ্যে ২৭৭ জন প্রার্থী বৈধতা পেয়েছেন এবং ৮১ জনের আবেদন বাতিল করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন আইনি জটিলতায় ২৩টি আবেদনের সিদ্ধান্ত স্থগিত বা ডেফার করা হয়েছে।

উল্লেখ্য, এবার রিটার্নিং কর্মকর্তাদের বাছাইয়ে বাতিল হওয়া ৭২৩টি মনোনয়নপত্রের বিপরীতে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে। গত ১০ জানুয়ারি থেকে শুরু হওয়া এই শুনানি প্রক্রিয়া চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন ক্রমানুসারে আবেদনগুলোর নিষ্পত্তি করছে কমিশন।

সংশোধিত নির্বাচনী তফসিল অনুযায়ী, আপিল নিষ্পত্তি শেষে প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হবে এবং ২২ জানুয়ারি থেকে শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা। আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.