× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পাটুরিয়ায় ফেরি ডুবির ঘটনায় তৃতীয় দিনের উদ্ধার অভিযান

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

১৯ জানুয়ারি ২০২৪, ০১:০৫ এএম । আপডেটঃ ১৯ জানুয়ারি ২০২৪, ০১:০৫ এএম

ছবি : সংগৃহীত

মানিকগঞ্জের পাটুরিয়ায় পদ্মা নদীতে ফেরি ডুবির ঘটনায় তৃতীয় দিনে উদ্ধার অভিযান শুরু করেছে বিআইডব্লিউটিএ।

এবিষয়ে বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলের উপ মহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ জানান, শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে তৃতীয় দিনের উদ্ধার অভিযান শুরু হয়েছে। 

তিনি বলেন, “দুই দিনে হামজা ও রুস্তম নামের দুটো উদ্ধার জাহাজ দিয়ে তিনটি যানবাহন উদ্ধার করা হয়েছে। তবে ফেরি উদ্ধারে সক্ষমতা নেই হামজা ও রুস্তমের। ২৫০ টন ওজনের উদ্ধার জাহাজ ‘প্রত্যয়’ এলে মূল কাজ শুরু হবে। প্রত্যয় কাছাকাছি দূরত্বে আছে। এক ঘণ্টার মধ্যে স্পটে এসে কাজ শুরু করবে।

“ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধার নিখোঁজ দ্বিতীয় মাস্টার হুমায়ূন কবিরের বিষয়ে খালেদ নেওয়াজ বলেন, “ধারণা করা হচ্ছে, হুমায়ূন ডুবে যাওয়া ফেরিতেই আটকে আছেন।”

ফেরি ডুবির কারণ নিশ্চিত নয় জানিয়ে খালেদ নেওয়াজ আরও বলেন, “এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে বলা যাবে।”

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.