ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল শুনানির চতুর্থ দিনে আরও ৫৩ জন প্রার্থী তাদের বৈধতা ফিরে পেয়েছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত শুনানিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, চতুর্থ দিনে মোট ৭০টি আপিলের শুনানি অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ৫৩টি আবেদন মঞ্জুর করা হয়েছে এবং ১৭টি আবেদন না-মঞ্জুর হয়। সব মিলিয়ে গত চার দিনের শুনানিতে এখন পর্যন্ত ২০৩ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেলেন।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আপিল শুনানির প্রথম দিন ৫২ জন, দ্বিতীয় দিন ৫৮ জন এবং তৃতীয় দিন ৪১ জন প্রার্থী বৈধতা পেয়েছিলেন। আজ চতুর্থ দিনে ৫৩ জন যুক্ত হওয়ায় নির্বাচনী দৌড়ে প্রার্থীর সংখ্যা আরও বাড়ল। তবে কিছু আবেদন না-মঞ্জুর এবং কয়েকটি অপেক্ষমাণ রাখা হয়েছে। এছাড়া আইনি জটিলতায় পাবনা-২ আসনের একটি আপিল শুনানি স্থগিত রয়েছে এবং চট্টগ্রাম-৫ আসনের এক স্বতন্ত্র প্রার্থী তার আবেদন প্রত্যাহার করে নিয়েছেন।
ইসির জনসংযোগ কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক জানান, গত ৪ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ২ হাজার ৫৬৮টি আবেদনের মধ্যে ৭২৩টি বাতিল ঘোষণা করেছিলেন রিটার্নিং কর্মকর্তারা। এর বিপরীতে ইসিতে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে। গত শনিবার থেকে শুরু হওয়া এই শুনানি প্রক্রিয়া আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনারসহ ফুল কমিশন এই আপিল নিষ্পত্তি করছেন।
তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৯ জানুয়ারি। আগামী ৬ ফেব্রুয়ারি সারাদেশে একযোগে সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।