× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আকাশ প্রতিরক্ষায় সক্ষমতা বাড়ছে বাংলাদেশের

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

১৩ জানুয়ারি ২০২৬, ০৩:৪৮ এএম । আপডেটঃ ১৩ জানুয়ারি ২০২৬, ০৩:৪৮ এএম

পত্রিকা

আজকের জাতীয় সংবাদপত্রের পাতায় একদিকে যেমন প্রতিরক্ষা খাতে বড় বিনিয়োগ ও নির্বাচনী প্রস্তুতি নিয়ে আশার খবর এসেছে, তেমনি সীমান্ত উত্তেজনা ও অর্থনৈতিক বিনিয়োগ হ্রাসের মতো উদ্বেগজনক চিত্রও ফুটে উঠেছে। সামরিক সক্ষমতা বৃদ্ধি থেকে শুরু করে জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া—সব মিলিয়ে এক অস্থির কিন্তু পরিবর্তনশীল সময়ের মধ্য দিয়ে যাচ্ছে দেশ।

বাংলাদেশ বিমান বাহিনীর সক্ষমতা বাড়াতে চীনের সঙ্গে ৬০৮ কোটি টাকার এক বিশাল চুক্তি করতে যাচ্ছে সরকার। ‘দ্য বিজনেস স্ট্যান্ডার্ড’-এর প্রতিবেদন অনুযায়ী, জি-টু-জি ভিত্তিতে দেশে একটি সামরিক ড্রোন কারখানা স্থাপন করা হবে। প্রকল্পের সিংহভাগ অর্থ প্রযুক্তি আমদানি ও অবকাঠামো নির্মাণে ব্যয় হবে। অর্থ মন্ত্রণালয় ইতোমধ্যে এর প্রস্তাব অনুমোদন করেছে, যা এখন প্রধান উপদেষ্টার চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়।

‘আজকের পত্রিকা’র এক বিশ্লেষণে দেখা গেছে, আসন্ন নির্বাচনে প্রায় এক-তৃতীয়াংশ প্রার্থীই তরুণ ও যুবক (২৫-৪৫ বছর)। ইসলামী আন্দোলন, গণঅধিকার পরিষদ ও জামায়াতে ইসলামীর মতো দলগুলোতে তরুণদের আধিক্য থাকলেও অন্যতম বড় দল বিএনপির প্রার্থীদের মধ্যে তরুণের সংখ্যা তুলনামূলক কম (মাত্র ১৮ জন)। মোট বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮৪২ জনে।

মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘর্ষের আঁচ লেগেছে বাংলাদেশের সীমান্তে। ‘নিউ এজ’ জানাচ্ছে, বান্দরবান ও টেকনাফ সীমান্তে জান্তা বাহিনী ও বিদ্রোহীদের গোলাগুলির শব্দে আতঙ্কিত স্থানীয়রা। টেকনাফের হোয়াইক্যংয়ে ওপার থেকে আসা গুলিতে আফনান নামে এক বাংলাদেশি শিশুর মৃত্যু হয়েছে। অনুপ্রবেশের সময় আটক করা হয়েছে ৫৩ জন রোহিঙ্গাকে।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, নির্বাচন পরবর্তী সময়ে তিনি ডিজিটাল হেলথকেয়ার ও ‘থ্রি জিরো’ ধারণা নিয়ে কাজ করবেন। আগামী মার্চে তিনি জাপান সফরে যাচ্ছেন। এদিকে ‘মানবজমিন’ জানায়, আসন্ন গণভোটে সরকারের পক্ষ থেকে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাতে কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন প্রেস সচিব।

দেশের বিনিয়োগ পরিস্থিতিতে মন্দাভাব দেখা দিয়েছে। ‘বণিক বার্তা’র খবর অনুযায়ী, বিডায় বিনিয়োগ নিবন্ধন আগের বছরের তুলনায় ৫৮ শতাংশ কমেছে। অন্যদিকে, শিক্ষাবর্ষ শুরু হলেও মাধ্যমিকের সপ্তম ও অষ্টম শ্রেণির প্রায় ৩ কোটি বই এখনো শিক্ষার্থীদের হাতে পৌঁছায়নি। এনসিটিবি ১৫ জানুয়ারির মধ্যে বই দেওয়ার প্রতিশ্রুতি দিলেও কারিগরি জটিলতায় তা আরও দেরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জুলাই হত্যাকাণ্ডের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে প্রথমবারের মতো কোনো আসামি জামিন পেয়েছেন। অসুস্থতার বিবেচনায় লক্ষ্মীপুর আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির পাটোয়ারীকে শর্তসাপেক্ষ জামিন দেওয়া হয়েছে। এদিকে, স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বির হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিন সহোদরসহ চারজনকে গ্রেপ্তার করেছে ডিবি। জানা গেছে, ১৫ লাখ টাকার চুক্তিতে এক শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে এই খুন করা হয়।

ইরানে সরকারবিরোধী আন্দোলনে নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে বলে খবর দিয়েছে ‘দ্য ডেইলি স্টার’। যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন এইচআরএএনএ-এর তথ্যমতে, দুই সপ্তাহে সাড়ে ১০ হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। এই অস্থিরতাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক হুমকি-পাল্টা হুমকির সৃষ্টি হয়েছে।


সূত্র: বিবিসি 

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.