× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মুসাব্বির হত্যা মামলায় প্রধান শুটার গ্রেপ্তার

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১১ জানুয়ারি ২০২৬, ০২:৫৭ এএম । আপডেটঃ ১১ জানুয়ারি ২০২৬, ০৩:০২ এএম

স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির হত্যাকাণ্ডে জড়িত প্রধান শুটারসহ গ্রেপ্তার ৩।

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান মুসাব্বির হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। ঘটনার মূল শুটার জিনাতসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১০ জানুয়ারি) ভোরে মানিকগঞ্জ ও গাজীপুর জেলায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে মূল শুটার জিনাত এবং এই হত্যাকাণ্ডের অন্যতম পরিকল্পনাকারী বিল্লাল রয়েছেন। বর্তমানে তাদের নিয়ে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে অভিযান চালানো হচ্ছে। অভিযান শেষে তাদের বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় আনা হবে।

গত বুধবার (৭ জানুয়ারি) রাত ৮টা ২০ মিনিটের দিকে রাজধানীর তেজগাঁওয়ের আহসানউল্লাহ টেকনোলজি ইনস্টিটিউটের পাশের গলিতে মুসাব্বিরকে লক্ষ্য করে গুলি ছোড়ে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা। এ সময় তার সঙ্গে থাকা তেজগাঁও থানা ভ্যানশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান মাসুদও গুলিবিদ্ধ হন।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে বিআরবি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুসাব্বিরকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, গুরুতর আহত আবু সুফিয়ান মাসুদ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। সম্প্রতি তার শরীরে অস্ত্রোপচার করা হয়েছে।

এই বর্বরোচিত হত্যাকাণ্ডের ঘটনায় মুসাব্বিরের স্ত্রী সুরাইয়া বেগম বাদী হয়ে তেজগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটির ছায়া তদন্ত শুরু করে ডিবি পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে, রাজনৈতিক ও স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই সুপরিকল্পিত হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, এই চক্রের সঙ্গে আর কারা জড়িত এবং এর নেপথ্যে কোনো প্রভাবশালী মহলের ইন্ধন আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। গ্রেপ্তারকৃতদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে আরও চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসবে বলে ধারণা করা হচ্ছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.