দ্বিপাক্ষিক বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। দুই দেশের বাণিজ্যিক ও কৌশলগত সম্পর্ক জোরদারে গুরুত্ব দেন দুই নেতা।
গাজায় দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা বজায় রাখতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স’ (আইএসএফ) বা আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। ওয়াশিংটনে মার্কিন প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এই আগ্রহের কথা জানান। জবাবে যুক্তরাষ্ট্রও এই গুরুত্বপূর্ণ ইস্যুতে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করার ইতিবাচক সদিচ্ছা ব্যক্ত করেছে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সম্প্রতি ওয়াশিংটনে মার্কিন রাজনীতি বিষয়ক আন্ডার-সেক্রেটারি অব স্টেট আলিসন হুকার এবং সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠকে গাজা ইস্যু ছাড়াও বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন, রোহিঙ্গা সংকট এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বিশেষ করে বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য ভিসা পদ্ধতি সহজ করা এবং নবনিযুক্ত 'ভিসা বন্ড' নীতি থেকে অব্যাহতির বিষয়টি গুরুত্বের সাথে উত্থাপন করা হয়। উল্লেখ্য, আগামী ২১ জানুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া মার্কিন নতুন নিয়ম অনুযায়ী, বাংলাদেশসহ নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের জন্য ৫ থেকে ১৫ হাজার ডলারের জামানত বা বন্ড বাধ্যতামূলক করা হয়েছে।
বিশ্লেষকরা মনে করছেন, বিশ্ব রাজনীতির বর্তমান প্রেক্ষাপটে ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও জোরালো করতেই বাংলাদেশ এই আগ্রহ দেখিয়েছে। সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবিরের মতে, বাংলাদেশ সাধারণত জাতিসংঘের অধীনে শান্তি রক্ষা মিশনে অংশ নেয়। ট্রাম্পের এই প্রস্তাবিত বাহিনী যদি জাতিসংঘের ম্যান্ডেট পায়, তবে সেখানে বাংলাদেশের অংশগ্রহণ হবে একটি দূরদর্শী কূটনৈতিক পদক্ষেপ।
অন্যদিকে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাহাব এনাম খান মনে করেন, যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যিক চুক্তি ও এলডিসি উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় ওয়াশিংটনের সমর্থন আদায় করা এ মুহূর্তে বাংলাদেশের জন্য জরুরি। গাজা ইস্যুতে এই অংশগ্রহণ ভূ-রাজনৈতিক ঝুঁকি তৈরি না করে বরং দ্বিপাক্ষিক আস্থার জায়গা তৈরি করবে।
বৈঠকে খলিলুর রহমান মার্কিন কর্মকর্তাদের জানান যে, বাংলাদেশ সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে গম, তুলা ও এলএনজি আমদানি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করেছে। এর লক্ষ্য হলো দুই দেশের মধ্যকার বাণিজ্যিক ঘাটতি কমিয়ে আনা। এই সহযোগিতার বিপরীতে তিনি বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য বি১ ভিসা সহজ করার দাবি জানান।
মার্কিন প্রতিনিধি আলিসন হুকার এ বিষয়ে ইতিবাচক আশ্বাস দিয়ে জানিয়েছেন, মেয়াদের অতিরিক্ত সময় অবস্থানের (ওভারস্টে) হার কমলে ভিসা বন্ডের বিষয়টি তারা পুনর্বিবেচনা করবেন। এছাড়া অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশের সাম্প্রতিক সহযোগিতারও প্রশংসা করেছে মার্কিন প্রশাসন।
গত নভেম্বরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের একটি খসড়া প্রস্তাব গৃহীত হয়, যার অন্যতম অংশ হলো এই স্থিতিশীলতা বাহিনী। এই বাহিনীর কাজ হবে গাজায় নিরস্ত্রীকরণ নিশ্চিত করা এবং সামরিক অবকাঠামো ধ্বংস করা। ইতিপূর্বে পাকিস্তানও এই বাহিনীতে যোগ দেওয়ার প্রাথমিক ইচ্ছা প্রকাশ করেছে। তবে বাহিনীর কাজের পরিধি ও ম্যান্ডেট পুরোপুরি চূড়ান্ত না হওয়া পর্যন্ত দেশগুলো সতর্ক পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছে।
বিষয় : ফিলিস্তিন এলাকা যুক্তরাষ্ট্র বাংলাদেশ গাজা
সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2026 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
