× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট স্থগিত

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০৮ জানুয়ারি ২০২৬, ১৯:০৮ পিএম । আপডেটঃ ০৯ জানুয়ারি ২০২৬, ০০:৪৯ এএম

এলপিজি সিলিন্ডার | ফাইল ছবি

সারাদেশে এলপিজি সিলিন্ডার বিপণন ও সরবরাহে ঘোষিত অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করেছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। আজ বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সাথে এক সফল বৈঠকের পর এই সিদ্ধান্ত জানানো হয়। ফলে সকাল থেকে সৃষ্টি হওয়া সরবরাহ বিভ্রাট কাটিয়ে পুনরায় স্বাভাবিক হচ্ছে এলপিজি বাজার।

বিইআরসি কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে ব্যবসায়ী নেতারা তিনটি প্রধান দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো— সারাদেশে চলমান প্রশাসনিক অভিযান বন্ধ করা, পরিবেশক ও খুচরা বিক্রেতাদের লভ্যাংশ (চার্জ) বৃদ্ধি এবং এলপিজির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা।

বৈঠক শেষে সংগঠনের সভাপতি মো. সেলিম খান সাংবাদিকদের জানান, বিইআরসি কর্তৃপক্ষের আশ্বাসের প্রেক্ষিতে তারা ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন। বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ ব্যবসায়ীদের আশ্বস্ত করেছেন যে, চলমান অভিযানের বিষয়ে প্রশাসনের সাথে কথা বলা হবে এবং যৌক্তিক চার্জ বৃদ্ধির বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

বৈঠকে এলপিজি আমদানিকারক ও অপারেটরদের পক্ষ থেকে জানানো হয়, জাহাজ সংকট থাকলেও বিকল্প উপায়ে পণ্য আমদানির ব্যবস্থা নেওয়া হয়েছে। এর ফলে আগামী সপ্তাহের মধ্যেই সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।

তবে খুচরা পর্যায়ে দাম নিয়ে এখনো কিছুটা মতভেদ রয়েছে। ব্যবসায়ী নেতা সেলিম খান দাবি করেন, অপারেটরদের কাছ থেকে ১২ কেজির সিলিন্ডার কিনতেই তাদের ১ হাজার ৩০০ টাকার বেশি খরচ হচ্ছে। ফলে ১ হাজার ৫০০ টাকার নিচে বিক্রি করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না।

অন্যদিকে, বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ সাফ জানিয়ে দিয়েছেন, জানুয়ারির জন্য নির্ধারিত সরকারি দাম ১ হাজার ৩০৬ টাকা। এর চেয়ে বেশি দামে বিক্রির কোনো যৌক্তিক কারণ নেই এবং নির্ধারিত দাম কার্যকর করতে কমিশন বদ্ধপরিকর।

উল্লেখ্য, গতকাল বুধবার এক ঘোষণার মাধ্যমে আজ সকাল থেকে সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ রাখার ডাক দিয়েছিল ব্যবসায়ী সমিতি। এর ফলে ঢাকা, গাজীপুর, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জসহ বেশ কিছু জেলায় সকাল থেকে এলপিজি সরবরাহ বিঘ্নিত হয়। তবে ধর্মঘট প্রত্যাহারের ফলে এখন সারাদেশে বিক্রি ও সরবরাহ পুনরায় শুরু হয়েছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.