বর্তমান মাঠ প্রশাসন ও কর্মকর্তাদের দক্ষতা নিয়ে পূর্ণ আস্থা প্রকাশ করেছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ। তিনি জানিয়েছেন, এই প্রশাসন দিয়েই একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া সম্ভব। তবে নির্বাচনী দায়িত্ব পালনে কোনো কর্মকর্তার বিচ্যুতি পাওয়া গেলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তফসিলের আগে নিয়োগ পাওয়া জেলা প্রশাসকদের (ডিসি) অভিজ্ঞতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সচিব বলেন, "অভিজ্ঞতা তো জন্মগত নয়, কাজ করতে করতেই তা তৈরি হয়। প্রতিকূল অবস্থায় পড়লে মানুষ অভিজ্ঞতা সঞ্চয় করে। আমাদের মাঠ প্রশাসনের কর্মকর্তারা যদি সঠিক পথে চলেন এবং তাঁদের মনোভাব যদি ইতিবাচক থাকে, তবে তাঁরা শতভাগ সফল হবেন বলে আমি বিশ্বাস করি।"
নির্বাচনী মাঠ তৈরিতে কর্মকর্তাদের কোনো পক্ষপাতমূলক আচরণ বা গাফিলতি সহ্য করা হবে না উল্লেখ করে শেখ আব্দুর রশীদ বলেন, "আমরা সাধারণভাবে মনে করি মাঠ প্রশাসন এখন সম্পূর্ণ প্রস্তুত এবং যোগ্য। তবে ঢালাওভাবে কোনো মন্তব্য না করে আমরা সুনির্দিষ্ট তথ্যের ওপর গুরুত্ব দিচ্ছি। যদি কোনো কর্মকর্তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায় কিংবা কোনো বিচ্যুতি লক্ষ্য করি, তবে সরকার তাৎক্ষণিকভাবে তা বিবেচনা করে ব্যবস্থা নেবে।"
মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রশাসনকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে। তারা অর্পিত দায়িত্ব পালনে সক্ষম কি না—এমন প্রশ্নে তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, "আমি এখনো আশাবাদী, বর্তমান কাঠামোতেই ইনশাআল্লাহ একটি সুষ্ঠু নির্বাচন করা যাবে।"