প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। ফাইল ছবি
দেশে আর কোনো পাতানো নির্বাচন হবে না এবং কাউকে দাবি আদায়ে রাজপথে নামারও প্রয়োজন পড়বে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, নির্বাচন কমিশন (ইসি) সর্বোচ্চ ইনসাফ ও ন্যায়বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আপিল দায়ের কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলের বিরুদ্ধে আপিল শুনানি প্রসঙ্গে সিইসি বলেন, "আমরা ইনসাফে বিশ্বাসী। আইন সবার জন্য সমান এবং আমরা তা কঠোরভাবে পালন করব। আপিল শুনানি শেষে আপনারা নিজেরাই দেখতে পাবেন যে, প্রতিটি সিদ্ধান্ত আইন ও বিধি মোতাবেক অত্যন্ত স্বচ্ছতার সাথে নেওয়া হয়েছে।" তিনি আরও যোগ করেন, রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধ যে কেউ আপিল করার সুযোগ পাচ্ছেন এবং কমিশন এখানে সর্বোচ্চ আদালত হিসেবে ন্যায়বিচার নিশ্চিত করবে।
নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে নাসির উদ্দিন বলেন, অতীতে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় যে ধরনের সহিংসতা বা বোমাবাজির চিত্র দেখা যেত, এবার তার ব্যতিক্রম ঘটেছে। অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে মনোনয়নপত্র জমা পড়েছে, যা একটি ইতিবাচক দিক।
তিনি আরও বলেন, "নির্বাচন কমিশন এখন সাধারণ মানুষের আস্থার কেন্দ্রে পরিণত হয়েছে। দূরদূরান্ত থেকে প্রার্থীরা আপিল করতে আসছেন, যা প্রমাণ করে নির্বাচনের প্রতি মানুষের ব্যাপক আগ্রহ ও উৎসাহ রয়েছে।"
ইসি সূত্র জানায়, আজ বৃহস্পতিবার চতুর্থ দিনের মতো আপিল আবেদন গ্রহণ করা হচ্ছে। গত তিন দিনে মোট ২৯৫টি আপিল জমা পড়েছে। এর মধ্যে গতকাল বুধবার এক দিনেই জমা পড়ে ১৩১টি আবেদন। অঞ্চলভিত্তিক হিসেবে ঢাকা অঞ্চল থেকে সর্বোচ্চ ৩১টি এবং রাজশাহী অঞ্চল থেকে ১৫টি আপিল জমা পড়েছে। এছাড়া ময়মনসিংহ, কুমিল্লা ও চট্টগ্রামসহ অন্যান্য অঞ্চল থেকেও উল্লেখযোগ্য সংখ্যক আবেদন জমা হয়েছে।
উল্লেখ্য, গত ৪ জানুয়ারি মনোনয়নপত্র বাছাই শেষে ৩০০ আসনে মোট ১ হাজার ৮৪২টি আবেদন বৈধ এবং ৭২৩টি বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তারা।
ইসির ঘোষিত সূচি অনুযায়ী, ৫ জানুয়ারি থেকে শুরু হওয়া এই আপিল আবেদন প্রক্রিয়া চলবে আগামীকাল ৯ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত। এরপর ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে পূর্ণাঙ্গ কমিশনের উপস্থিতিতে শুনানি অনুষ্ঠিত হবে।
প্রতিদিন নির্দিষ্ট ক্রমিক নম্বর অনুযায়ী আপিল নিষ্পত্তি করা হবে। শুনানির ফলাফল তাৎক্ষণিকভাবে মনিটরে প্রদর্শনের পাশাপাশি সংশ্লিষ্টদের ই-মেইল এবং কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2026 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
