× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

খালেদা জিয়ার মৃত্যুতে পাক প্রধানমন্ত্রীর শ্রদ্ধা: শোকবইয়ে স্বাক্ষর

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০৬ জানুয়ারি ২০২৬, ০১:১৮ এএম । আপডেটঃ ০৬ জানুয়ারি ২০২৬, ০১:১৮ এএম

ইসলামাবাদে বাংলাদেশ হাই কমিশনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে শোকবইয়ে স্বাক্ষর করছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শেহবাজ শরীফ।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক ও শ্রদ্ধা নিবেদন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শেহবাজ শরীফ। সোমবার ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনে সশরীরে উপস্থিত হয়ে তিনি এই শ্রদ্ধা জানান। এ সময় তিনি পাকিস্তানের সরকার ও জনগণের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবার, দলের নেতাকর্মী এবং বাংলাদেশের জনসাধারণের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।

সোমবার বিকেলে ইসলামাবাদস্থ বাংলাদেশ হাই কমিশনে পৌঁছালে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে অভ্যর্থনা জানান ভারপ্রাপ্ত হাই কমিশনার ইসরাত জাহানসহ মিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এরপর তিনি হাই কমিশনে রক্ষিত শোকবইয়ে স্বাক্ষর করেন। শোকবইয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করেন এবং দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে তাঁর গুরুত্বপূর্ণ অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।

স্বাক্ষর শেষে তিনি মরহুমার আত্মার শান্তি কামনায় আয়োজিত বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তারিক ফাতেমী তাঁর সাথে ছিলেন।

শোক প্রকাশকালে শেহবাজ শরীফ বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রতি শুভেচ্ছা জানান এবং ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় করার আশাবাদ ব্যক্ত করেন। অন্যদিকে, গুরুত্বপূর্ণ সময় দিয়ে হাই কমিশনে উপস্থিত হওয়ার জন্য বাংলাদেশের পক্ষ থেকে ভারপ্রাপ্ত হাই কমিশনার ইসরাত জাহান পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। পরদিন জাতীয় সংসদ ভবনের সামনে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে তাঁকে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে সমাহিত করা হয়। তাঁর জানাজায় অংশ নিতে পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকও ঢাকা সফর করেছিলেন।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.