গুলশান নগরভবনে ডিএনসিসির ১৩তম সভায় পার্ক ও খেলার মাঠ রক্ষায় স্টিয়ারিং কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার পার্ক, খেলার মাঠ ও গণ-পরিসরগুলোতে নাগরিকদের অবাধ প্রবেশ নিশ্চিত এবং এগুলোর সঠিক রক্ষণাবেক্ষণে ৯ সদস্যের একটি উচ্চপর্যায়ের 'স্টিয়ারিং কমিটি' গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার (৪ জানুয়ারি) গুলশান নগরভবনে অনুষ্ঠিত ডিএনসিসির ১৩তম সভায় সর্বসম্মতিক্রমে এই উদ্যোগ গ্রহণ করা হয়।
সভায় জানানো হয়, ডিএনসিসি এলাকায় মোট ১০৬টি পার্ক, খেলার মাঠ ও গণ-পরিসর রয়েছে। এগুলোর ব্যবস্থাপনা ও মালিকানা ভিন্ন ভিন্ন সংস্থার অধীনে থাকায় অনেক ক্ষেত্রেই অব্যবস্থাপনা ও দখলের ঝুঁকি তৈরি হয়। এই সমস্যা সমাধানে সব পক্ষকে একটি সমন্বিত প্ল্যাটফর্মে আনতে স্টিয়ারিং কমিটি কাজ করবে।
ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, “মাঠ ও পার্কের অব্যবস্থাপনা এবং দখলের অন্যতম প্রধান কারণ হলো মালিকানাধীন বৈচিত্র্য। তাই সব পক্ষকে যুক্ত করে এই কমিটি গঠন করা হচ্ছে। কমিটি প্রতি মাসে এসব স্থাপনার সার্বিক অবস্থা নিয়ে প্রতিবেদন দাখিল করবে এবং কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান বা ক্লাব যেন এগুলো দখল করতে না পারে, তা কঠোরভাবে তদারকি করবে।”
কমিটির গঠন ও কার্যপরিধি
৯ সদস্যের এই স্টিয়ারিং কমিটিতে সিটি করপোরেশন ছাড়াও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), গণপূর্ত অধিদপ্তর, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং জেলা প্রশাসনের প্রতিনিধিরা থাকবেন। এছাড়া নাগরিক সমাজের প্রতিনিধি হিসেবে আমিনুর রসুল, জাকিয়া শিশির, মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ ও মো. হাফিজুর রহমান ময়নাকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কমিটির মূল দায়িত্বগুলোর মধ্যে রয়েছে:
আঞ্চলিক পর্যায়ে কার্যক্রম জোরদার করতে ডিএনসিসির ১০টি জোনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের সভাপতিত্বে পৃথক ‘নাগরিক কমিটি’ বা ‘সোসাইটি’ গঠন করা হবে। স্থানীয় বাসিন্দাদের সমন্বয়ে গঠিত এই কমিটিগুলো মাঠ ও পার্কের প্রাত্যহিক দেখভালের দায়িত্ব পালন করবে এবং স্টিয়ারিং কমিটির কাছে নিয়মিত জবাবদিহি করবে।
উল্লেখ্য, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন-২০০৯ অনুযায়ী জনস্বার্থে পার্ক, উদ্যান ও উন্মুক্ত স্থান সংরক্ষণ ও নিয়ন্ত্রণের আইনি বাধ্যবাধকতা রয়েছে। ডিএনসিসির মালিকানাধীন ৩৭টি এবং গৃহায়ন কর্তৃপক্ষের ১৭টিসহ অন্যান্য সংস্থার অধীনে থাকা সব কটি মাঠ ও পার্ককে সাধারণ মানুষের ব্যবহারের উপযোগী করে গড়ে তোলাই এই উদ্যোগের লক্ষ্য।
বিষয় : ডিএনসিসি
সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2026 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
