সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তাঁর স্ত্রী রুকমীলা জামান। ফাইল ছবি
নামসর্বস্ব কাগুজে প্রতিষ্ঠানের নামে ব্যাংক থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ ও ৯ কোটি ৪১ লাখ টাকা বিদেশে পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং তাঁর স্ত্রী রুকমীলা জামানসহ ৩৬ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার (৪ জানুয়ারি) দুদকের প্রধান কার্যালয় থেকে এই চার্জশিট অনুমোদন দেওয়া হয় বলে নিশ্চিত করেছেন সংস্থার মহাপরিচালক মো. আক্তার হোসেন।
দুদকের তদন্তে জানা গেছে, আরামিট গ্রুপের প্রটোকল অফিসার ফরমান উল্লাহ চৌধুরীকে মালিক সাজিয়ে ‘ভিশন ট্রেডিং’ নামে একটি অস্তিত্বহীন প্রতিষ্ঠান খোলা হয়। কোনো প্রকার যাচাই-বাছাই ছাড়াই ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) থেকে এই প্রতিষ্ঠানের নামে ২৫ কোটি টাকার ঋণ অনুমোদন করা হয়। পরবর্তীতে এই অর্থ আলফা ট্রেডিং, ক্লাসিক ট্রেডিং, মডেল ট্রেডিং ও ইম্পেরিয়াল ট্রেডিংয়ের মতো আরও কিছু ভুয়া প্রতিষ্ঠানের হিসাবে স্থানান্তর করা হয়। তদন্তে উঠে এসেছে, এই সবকটি প্রতিষ্ঠানই সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর কর্মচারীদের নামে খোলা হয়েছিল।
দুদক সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৪ জুলাই সংস্থাটির উপ-পরিচালক মো. মশিউর রহমান খান বাদী হয়ে ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেছিলেন। শুরুতে এজাহারভুক্ত আসামির সংখ্যা ৩১ জন থাকলেও অধিকতর তদন্তে আরও ৫ জনের নাম যুক্ত হওয়ায় চূড়ান্ত চার্জশিটে আসামির সংখ্যা দাঁড়ায় ৩৬ জন। মামলায় ২৫ কোটি টাকা আত্মসাতের পাশাপাশি ৯ কোটি ৪১ লাখ ৭ হাজার টাকা হুন্ডির মাধ্যমে বিদেশে পাচারের সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। তদন্তকালে ২ জন আসামি মারা যাওয়ায় তাদের নাম অভিযোগপত্র থেকে বাদ দেওয়া হয়েছে।
অনুমোদিত চার্জশিটে সাবেক ভূমিমন্ত্রী ও তাঁর স্ত্রী (ইউসিবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান) ছাড়াও রয়েছেন ইউসিবি ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি আরিফ কাদরী, সাবেক ভাইস চেয়ারম্যান বজল আহমেদ বাবুল এবং বেশ কয়েকজন সাবেক পরিচালক ও উচ্চপদস্থ কর্মকর্তা। এছাড়া নতুন করে অভিযুক্ত হয়েছেন আরামিট গ্রুপের বেশ কয়েকজন কর্মচারী, গাড়িচালক ও হুন্ডি ব্যবসায়ী জাহিদ ও শহীদ।
তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইউসিবি ব্যাংকের তৎকালীন পরিচালনা পর্ষদ ক্রেডিট কমিটির ১৭টি নেতিবাচক পর্যবেক্ষণ উপেক্ষা করে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ৪৪৮তম বোর্ড সভায় এই বিতর্কিত ঋণটি অনুমোদন করেছিল। মূলত প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ব্যাংক থেকে অর্থ সরিয়ে নেওয়ার উদ্দেশ্যেই এই ছক সাজানো হয়েছিল।
বিষয় : দুদক সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী
সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2026 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
