সংবাদ সম্মেলনে গুম সংক্রান্ত কমিশনের চূড়ান্ত প্রতিবেদনের বিস্তারিত তুলে ধরছেন কমিশন প্রধান মইনুল ইসলাম চৌধুরী।
দেশের গোয়েন্দা সংস্থাগুলো পেশাদারিত্বের পরিবর্তে অভ্যন্তরীণ রাজনীতিতে জড়িয়ে পড়ছে এবং তাদের বিভিন্ন সময়ে রাজনৈতিক উদ্দেশ্যে ‘অপব্যবহার’ করা হয়েছে বলে মন্তব্য করেছেন গুম সংক্রান্ত কমিশনের প্রধান মইনুল ইসলাম চৌধুরী। সোমবার (৫ জানুয়ারি) গুম কমিশনের চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া পরবর্তী এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। কমিশন তাদের প্রতিবেদনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বেসামরিক গোয়েন্দা সংস্থাগুলো থেকে সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের প্রত্যাহারের জোরালো সুপারিশ করেছে।
সংবাদ সম্মেলনে কমিশন প্রধান মইনুল ইসলাম চৌধুরী বলেন, “আমাদের গোয়েন্দা সংস্থাগুলো ক্ষমতার অংশ হতে চায় বলেই অভ্যন্তরীণ রাজনীতিতে ‘নাক গলায়’। তাদের নজিরবিহীনভাবে অপব্যবহার করা হয়েছে।” উদাহরণ টেনে তিনি বলেন, ডিজিএফআই ব্যবহার করে ইসলামী ব্যাংক বা মিডিয়া হাউজ দখলের মতো ঘটনা ঘটেছে, যা কোনোভাবেই একটি গোয়েন্দা সংস্থার কাজ হতে পারে না। বিগত সরকারগুলো এই প্রবণতা শুরু করলেও সদ্য বিদায়ী সরকার একে চরম পর্যায়ে নিয়ে গিয়েছিল বলে তিনি উল্লেখ করেন।
আইনশৃঙ্খলা রক্ষায় সেনা কর্মকর্তাদের সম্পৃক্ততার বিরোধিতা করে তিনি বলেন, “সেনাবাহিনীর কাজ ক্যান্টনমেন্টে প্রশিক্ষণ নেওয়া এবং যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করা। আইনশৃঙ্খলা রক্ষা করা সেনা কর্মকর্তাদের কাজ নয়।” তিনি অবিলম্বে বেসামরিক গোয়েন্দা সংস্থাগুলো থেকে তাদের প্রত্যাহারের দাবি জানান। বিকল্প হিসেবে পুলিশের দক্ষ কর্মকর্তাদের নিয়ে একটি পৃথক ‘এলিট ফোর্স’ গঠনের পরামর্শ দিয়েছে কমিশন।
গুমের পরিসংখ্যান ও আয়নাঘরের সন্ধান
কমিশন তাদের তদন্তে গুমের ভয়ংকর চিত্র তুলে ধরেছে। প্রাপ্ত ১ হাজার ৯১৩টি অভিযোগের মধ্যে ১ হাজার ৫৬৯টি অভিযোগ সক্রিয়ভাবে আমলে নেওয়া হয়েছে। এর মধ্যে এখনও ২৫১ জন নিখোঁজ রয়েছেন এবং ৩৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের বেশিরভাগই রাজনৈতিক কর্মী বলে জানানো হয়।
তদন্তকালে কমিশন মোট ৪০টি গোপন ‘ডিটেনশন সেন্টার’ বা বন্দিশালার সন্ধান পেয়েছে, যার মধ্যে ২২ থেকে ২৩টিই ছিল র্যাবের নিয়ন্ত্রণে। কমিশন প্রধান ক্ষোভ প্রকাশ করে বলেন, গুম কমিশন কাজ শুরু করার পর র্যাব সবচেয়ে বেশি আলামত ধ্বংস করার চেষ্টা করেছে।
তদন্ত প্রতিবেদন এবং ভুক্তভোগীদের সাক্ষ্যের ভিত্তিতে গুম কমিশন বিতর্কিত বাহিনী ‘র্যাব’ বিলুপ্ত করার সুপারিশ করেছে। কমিশন প্রধান জানান, গুমের ঘটনাগুলো রাজনৈতিক সিদ্ধান্তের ভিত্তিতেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে দিয়ে করানো হতো। নিখোঁজদের শনাক্ত করতে ডিএনএ প্রোফাইলিং-এর মতো আধুনিক সব ব্যবস্থার সুপারিশও প্রতিবেদনে যুক্ত করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2026 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
