× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঢাকায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা, শীতে জবুথবু জনজীবন

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০৫ জানুয়ারি ২০২৬, ১৩:৩৩ পিএম । আপডেটঃ ০৬ জানুয়ারি ২০২৬, ০১:১৯ এএম

পৌষের হাড়কাঁপানো শীতে কুয়াশাচ্ছন্ন রাজধানী, হেডলাইটের আলো জ্বালিয়ে চলছে যানবাহন।

নতুন বছরের শুরুতেই হাড়কাঁপানো শীতে জবুথবু হয়ে পড়েছে রাজধানী ঢাকা। উত্তরীয় হিমেল হাওয়া আর ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে চারপাশ। আজ রোববার (৪ জানুয়ারি) ঢাকায় রেকর্ড করা হয়েছে এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ ভোরে রাজধানীর তাপমাত্রা ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে, যা চলতি শীত মৌসুমে এখন পর্যন্ত সর্বনিম্ন।

আবহাওয়া অধিদপ্তর আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে জানিয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। আজ সকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭ শতাংশ। উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১২ কিলোমিটার বেগে ঠান্ডা বাতাস প্রবাহিত হওয়ায় শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১ ডিগ্রি সেলসিয়াস।

কুয়াশার সতর্কতা ও নৌ-চলাচল

এদিকে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে। ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা ২০০ মিটার বা তার নিচে নেমে আসতে পারে। ফলে দুর্ঘটনা এড়াতে অভ্যন্তরীণ রুটে নৌ-যানসমূহকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। তবে আপাতত কোনো সতর্ক সংকেত দেখাতে বলা হয়নি।

আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ২৫ মিনিটে এবং আগামীকাল সোমবার সূর্যোদয় হবে ভোর ৬টা ৪২ মিনিটে। তীব্র শীত আর কুয়াশার কারণে সকালে রাজপথ ও জনপদে মানুষের চলাচল অন্যান্য দিনের তুলনায় অনেকটাই সীমিত দেখা গেছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.