× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গুরুতর অসুস্থ ড. কামাল হোসেন হাসপাতালে ভর্তি

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০২ জানুয়ারি ২০২৬, ১৮:০০ পিএম । আপডেটঃ ০২ জানুয়ারি ২০২৬, ১৮:০০ পিএম

গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ড. কামাল হোসেন। ফাইল ছবি

বাংলাদেশের সংবিধান প্রণেতা ও গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ শুক্রবার (২ জানুয়ারি) তাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি শারীরিক দুর্বলতা ও ফুসফুসজনিত জটিলতায় ভুগছেন বলে দলীয় সূত্রে গণমাধ্যমকে নিশ্চিত করা হয়েছে।

গণফোরামের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত বুধবার বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে গিয়ে ড. কামাল হোসেন চরম প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হন। অতিথিদের তালিকায় নাম না থাকার অজুহাতে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) তার গাড়িকে ভিআইপি রুট দিয়ে প্রবেশ করতে দেয়নি। ফলে ৮৭ বছর বয়সী এই প্রবীণ রাজনীতিককে হুইলচেয়ারে বসে বিশাল জনসমুদ্রের মধ্য দিয়ে দীর্ঘ পথ অতিক্রম করতে হয়। এই ধকল ও ধুলোবালির কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন।

গণফোরামের পক্ষ থেকে জানানো হয়েছে, হাসপাতালে ভর্তির পর বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। প্রবীণ এই জননেতার দ্রুত আরোগ্যের জন্য দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

উল্লেখ্য, ড. কামাল হোসেন বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির চেয়ারম্যান ছিলেন এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনে তার দীর্ঘ অবদান রয়েছে। প্রবীণ এই নেতার অসুস্থতার খবরে রাজনৈতিক অঙ্গনে উদ্বেগের সৃষ্টি হয়েছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.