× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মব জাস্টিস: ২০২৫ সালে গণপিটুনিতে মৃত্যু বেড়েছে তিনগুণ, বাড়ছে উদ্বেগ

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০২ জানুয়ারি ২০২৬, ০১:২০ এএম । আপডেটঃ ০২ জানুয়ারি ২০২৬, ০১:৩৬ এএম

প্রতীকী ছবি

বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের আমলের প্রথম এক বছরে ‘মব ভায়োলেন্স’ বা গণসহিংসতা আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে। বিভিন্ন মানবাধিকার সংগঠনের বার্ষিক প্রতিবেদনে দেখা গেছে, ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে মব জাস্টিস বা আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা বেড়েছে কয়েকগুণ। বিশেষ করে ভিন্নমত, মাজার-দরগা এবং ছিঁচকে চোর সন্দেহে পিটিয়ে হত্যার ঘটনাগুলো জনমনে তীব্র আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি করেছে।

মানবাধিকার সংগঠনগুলোর দেওয়া তথ্য মতে, গত এক বছরে মব সন্ত্রাসের শিকার হয়ে নিহতের সংখ্যা বিগত বছরগুলোর সব রেকর্ড ছাড়িয়েছে। ‘মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন’ (এমএফএস)-এর প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে গণপিটুনিতে নিহতের সংখ্যা ছিল ১২৬, যা ২০২৫ সালে বেড়ে দাঁড়িয়েছে ৪৬০ জনে। অর্থাৎ, এক বছরে এই হার বেড়েছে প্রায় তিনগুণ।

অন্যদিকে, ‘আইন ও সালিশ কেন্দ্র’ (আসক) ১৯৭ জন এবং ‘হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি’ ১৬৮ জন নিহতের তথ্য দিয়েছে। পরিসংখ্যানের ভিন্নতা থাকলেও সবকটি সংগঠনই একমত যে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মাজার বা মাজারে অবস্থানরতদের ওপর হামলার সময় অনেক ক্ষেত্রে পুলিশের নিষ্ক্রিয়তা দেখা গেছে। রাজবাড়ীর গোয়ালন্দে জুমার নামাজের পর ‘নুরাল পাগলার মাজারে’ হামলার সময় পুলিশ উপস্থিত থাকলেও তা ঠেকাতে ব্যর্থ হয়। মানবাধিকার কর্মীদের অভিযোগ, আইনশৃঙ্খলা বাহিনীর এই রহস্যজনক নীরবতা মব ভায়োলেন্সকে আরও উসকে দিচ্ছে।

এমএফএস-এর প্রধান নির্বাহী আইনজীবী সাইদুর রহমান বলেন, "সরকার চাইলেই এসব বন্ধ করতে পারতো। কিন্তু উপদেষ্টামণ্ডলীর মধ্যে সমন্বহীনতা অথবা উসকানিদাতাদের প্রতি নমনীয় দৃষ্টিভঙ্গি এই পরিস্থিতিকে দীর্ঘায়িত করছে।"

মব সন্ত্রাস নিয়ে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) এনামুল হক সাগর জানান, প্রতিটি ঘটনাকে পুলিশ অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে। তিনি বলেন, "গুজব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো বিভ্রান্তির কারণে অনেক সময় পরিস্থিতি তাৎক্ষণিক নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তবে ঝুঁকিপূর্ণ এলাকায় টহল জোরদার এবং গুজব প্রতিরোধে সাইবার মনিটরিং অব্যাহত রয়েছে। যেখানেই পুলিশের অবহেলার প্রমাণ পাওয়া যাচ্ছে, সেখানেই তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হচ্ছে।"

মানবাধিকার গবেষকরা বলছেন, বিচার ব্যবস্থার ওপর মানুষের আস্থার সংকটই মব জাস্টিসের প্রধান কারণ। রাষ্ট্রীয় ক্ষমতার পরিবর্তন ঘটলেও নিপীড়নের ধরন বদলায়নি; বরং তা নতুন রূপে আবির্ভূত হয়েছে। এই প্রবণতা বন্ধ না হলে দেশে আইনের শাসন চরম সংকটের মুখে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.