× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

স্বামী জিয়ার পাশেই সমাহিত খালেদা জিয়া

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

৩১ ডিসেম্বর ২০২৫, ২৩:৩১ পিএম । আপডেটঃ ৩১ ডিসেম্বর ২০২৫, ২৩:৩১ পিএম

মায়ের কবরে মাটি দিচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

রাষ্ট্রীয় মর্যাদায় এবং লাখো মানুষের অশ্রুসিক্ত ভালোবাসায় শেষ বিদায় জানানো হলো বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। আজ বুধবার বিকেলে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই তাকে দাফন করা হয়। এর আগে মানিক মিয়া অ্যাভিনিউতে স্মরণকালের বিশাল জানাজায় অংশ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের জনতা। দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও আপসহীন নেতৃত্বের ইতি ঘটিয়ে ৮০ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন গণতন্ত্রের এই প্রতীক।


শেষ বিদায়ের মুহূর্ত

আজ বুধবার বিকেল পৌনে ৫টার দিকে রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার দাফন সম্পন্ন হয়। জিয়া উদ্যানে সেনাবাহিনীর একটি চৌকস দল তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। দাফনের সময় কবরের পাশে ছিলেন তার বড় ছেলে ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, পুত্রবধূ জুবাইদা রহমান, নাতনি জাইমা রহমানসহ পরিবারের সদস্যরা। মায়ের কবরে মাটি দিয়ে শেষ বিদায় জানান তারেক রহমান। এ সময় সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

জানাজায় জনতার ঢল

এর আগে বেলা ৩টা ৩ মিনিটে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। সকাল থেকেই ঢাকার রাজপথ জনসমুদ্রে পরিণত হয়। তীব্র ভিড় ঠেলে সাধারণ মানুষ তাদের প্রিয় নেত্রীকে শেষবারের মতো দেখতে জড়ো হন। জানাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও নেপালের পররাষ্ট্রমন্ত্রীসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা অংশ নেন। জানাজা শেষে মরদেহবাহী কফিনটি বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় জিয়া উদ্যানে নিয়ে যাওয়া হয়।

শোকাতুর বাংলাদেশ ও বিশ্ব

খালেদা জিয়ার মৃত্যুতে আজ থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ। জানাজার দিন হওয়ায় আজ সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তার প্রয়াণে শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফসহ বিশ্বনেতারা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে দেওয়া ভাষণে খালেদা জিয়াকে ‘দেশের এক মহান অভিভাবক’ ও ‘গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক’ হিসেবে অভিহিত করেন।

গৃহবধূ থেকে আপসহীন নেত্রী

১৯৪৫ সালে জন্ম নেওয়া খালেদা জিয়া দীর্ঘ ৪১ বছর বিএনপির হাল ধরেছিলেন। স্বামী জিয়াউর রহমানের মৃত্যুর পর প্রতিকূল পরিস্থিতিতে রাজনীতিতে এসে তিনবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। গৃহবধূ থেকে হয়ে ওঠেন দক্ষিণ এশিয়ার অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে এক বিশাল শূন্যতার সৃষ্টি হলো।


বিএনপি চেয়ারপারসনের মৃত্যুতে সাত দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে দলটি। এ সময় দলীয় কার্যালয়গুলোতে কালো পতাকা উত্তোলন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। গুলশান ও নয়াপল্টনে খোলা হয়েছে শোকবই, যেখানে ইতোমধ্যেই স্বাক্ষর করেছেন বিভিন্ন দেশের কূটনীতিক ও বিশিষ্টজনেরা।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.