× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জনসমুদ্রে খালেদা জিয়ার জানাজা

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

৩১ ডিসেম্বর ২০২৫, ১৭:৫৭ পিএম । আপডেটঃ ৩১ ডিসেম্বর ২০২৫, ১৮:০৬ পিএম

মানিক মিয়া এভিনিউতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় মানুষের উপচে পড়া ভিড়। ছবি: সংগৃহীত

স্মরণকালের বৃহত্তম জনসমাগম ও শোকাতুর হৃদয়ে বিদায় জানানো হলো সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। আজ বুধবার বিকেল ৩টা ৩ মিনিটে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে তাঁর জানাজা সম্পন্ন হয়। জানাজায় ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক। প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে এদিন সকাল থেকেই রাজধানী ও এর আশপাশের এলাকা থেকে লাখো মানুষের ঢল নামে, যা সংসদ ভবন এলাকা ছাড়িয়ে কারওয়ান বাজার, মোহাম্মদপুর ও আগারগাঁও পর্যন্ত বিস্তৃত হয়ে এক জনসমুদ্রে পরিণত হয়।

মা খালেদা জিয়ার জানাজার আগে কথা বলছেন তারেক রহমান ছবি: বিএনপির ফেসবুক পেজ


জানাজার আগে উপস্থিত লাখো মানুষের উদ্দেশে বক্তব্য দেন খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেগঘন কণ্ঠে তিনি বলেন, "আমার মায়ের জন্য দোয়া করবেন। আল্লাহ তায়ালা যেন উনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।" এ সময় বিএনপি নেতা নজরুল ইসলাম খানও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

জানাজা নামাজ আদায় করছেন তারেক রহমান। তাঁর পাশে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসছবি: বিএনপির ফেসবুক পেজ


খালেদা জিয়ার জানাজায় অংশ নেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এছাড়া উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান ও বিমানবাহিনী প্রধান। জানাজায় বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা, বিদেশি কূটনীতিক এবং বিশিষ্ট নাগরিকরাও শরিক হন।

রাজনৈতিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ। এছাড়া পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক সশরীরে উপস্থিত হয়ে এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর শোকবার্তা পৌঁছে দিয়ে সহমর্মিতা প্রকাশ করেন।

এর আগে সকাল ৯টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বেগম জিয়ার মরদেহ জাতীয় পতাকায় মোড়ানো অবস্থায় বের করা হয়। গুলশানে বড় ছেলে তারেক রহমানের বাসভবনে মরদেহ নেওয়া হলে সেখানে পরিবারের সদস্যরা শেষ শ্রদ্ধা জানান। বেলা ১১টা ৫ মিনিটে মরদেহের বহর নিয়ে তারেক রহমান ও পরিবারের সদস্যরা জানাজাস্থলের উদ্দেশ্যে রওনা হন।

জানাজা ও দাফন কার্যক্রমকে কেন্দ্র করে রাজধানীজুড়ে বিশেষ নিরাপত্তা বলয় তৈরি করা হয়। এভারকেয়ার হাসপাতাল, সংসদ ভবন ও জিয়া উদ্যান এলাকায় সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব ও পুলিশের বিপুল সংখ্যক সদস্য মোতায়েন ছিল। সাধারণ মানুষ কালো পোশাক ও ব্যাজ ধারণ করে এবং দলীয় পতাকা হাতে নিয়ে প্রিয় নেত্রীর প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।

খালেদা জিয়ার জানাজায় উপস্থিত হন বিপুল মানুষ। ছবি: সংগৃহীত 

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.