আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের নির্ধারিত সময়সীমা আর বাড়ছে না বলে সাফ জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৫টায় মনোনয়নপত্র জমার সময় শেষ হওয়ার পর কমিশন এই সিদ্ধান্ত জানালো। ফলে তফশিল অনুযায়ী নির্ধারিত সময়ের পর আর কোনো প্রার্থীর আবেদন গ্রহণ করা হবে না।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, “পূর্বঘোষিত তফশিল অনুযায়ী আজই ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই সময়সীমা আর না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন।”
তফশিল অনুযায়ী, আজ সোমবার বিকেল ৫টা পর্যন্ত সারা দেশে রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। শেষ দিনে দেশের বিভিন্ন আসনে প্রধান রাজনৈতিক দলগুলোর মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীদের ব্যাপক ভিড় লক্ষ করা গেছে। বিশেষ করে হেভিওয়েট প্রার্থীদের সশরীরে উপস্থিতিতে নির্বাচনি কার্যালয়গুলোতে ছিল সাজ সাজ রব।
সারা দেশে মোট কতজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেন, তা জানতে চাইলে ইসি সচিব বলেন, “সারা দেশ থেকে তথ্য আসার প্রক্রিয়া চলছে। ৬৪ জেলা ও কেন্দ্র থেকে আসা তথ্যগুলো বর্তমানে সংকলন করা হচ্ছে। আশা করছি আজ রাত ১০টার মধ্যে আমরা প্রার্থীদের চূড়ান্ত পরিসংখ্যান গণমাধ্যমকে জানাতে পারব।”
নির্বাচনি সময়সূচি অনুযায়ী, জমা পড়া মনোনয়নপত্রগুলোর যাচাই-বাছাই শুরু হবে আগামীকাল মঙ্গলবার (৩০ ডিসেম্বর) থেকে, যা চলবে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। এরপর পর্যায়ক্রমে আপিল দায়ের, শুনানি ও প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ পাবেন প্রার্থীরা। সব প্রক্রিয়া শেষে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট।