× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

৬ এএসপিকে চাকরি থেকে অপসারণ

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২৯ ডিসেম্বর ২০২৫, ০১:৩০ এএম । আপডেটঃ ২৯ ডিসেম্বর ২০২৫, ০১:৩০ এএম

রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ৪১তম বিসিএস (পুলিশ) ক্যাডারের ৬ জন সহকারী পুলিশ সুপারকে (এএসপি) সরকারি চাকরি থেকে অপসারণ করা হয়েছে। শৃঙ্খলাভঙ্গ ও সংশ্লিষ্ট বিধিমালার আওতায় সমাপনী কুচকাওয়াজের ঠিক আগমুহূর্তে সরকারের নেওয়া এই সিদ্ধান্তটি পুলিশ প্রশাসনে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

রোববার (২৯ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে জারিকৃত পৃথক ৬টি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব মো. মাহবুবুর রহমান।

চাকরি হারানো ৬ শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার হলেন, মো. দেলোয়ার হোসেন, মাহমুদুল হক, মো. ইসহাক হোসেন, মো. মশিউর রহমান, মুহাম্মদ রাকিব আনোয়ার, সাঈদ করিম মুগ্ধ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, 'বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ১৯৮১'-এর বিধি ৬(২) (এ) মোতাবেক জনস্বার্থে তাদের চাকরি থেকে অপসারণ করা হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমেই এ আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

বর্তমানে রাজশাহীর চারঘাটে অবস্থিত সারদা পুলিশ একাডেমিতে ৪১তম বিসিএস ব্যাচের কর্মকর্তারা তাদের এক বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণ নিচ্ছেন। আগামী মাসে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তাদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কর্মজীবনে যোগদানের চূড়ান্ত ধাপের ঠিক আগমুহূর্তে এমন কড়া প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হলো।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.