× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভারতে মুসলিম-খ্রিষ্টান নিগ্রহে ঢাকার উদ্বেগ

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২৮ ডিসেম্বর ২০২৫, ১৮:৪১ পিএম । আপডেটঃ ২৮ ডিসেম্বর ২০২৫, ১৮:৪১ পিএম

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম।

ভারতে সাম্প্রতিক সময়ে মুসলিম ও খ্রিষ্টানসহ সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর ক্রমবর্ধমান সহিংসতা, গণপিটুনি ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করে দোষীদের দ্রুত বিচারের আওতায় আনতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা।

রবিবার (২৮ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম এক সংবাদ সম্মেলনে সরকারের এই অবস্থানের কথা জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, ভারতে মুসলিম ও খ্রিষ্টানসহ বিভিন্ন ধর্মীয় সংখ্যালঘুর বিরুদ্ধে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ড এবং ধর্মীয় আচার-পালনে বাধার বিষয়গুলো অত্যন্ত উদ্বেগজনক। তিনি সাম্প্রতিক কয়েকটি ঘটনার উল্লেখ করে বলেন, ওড়িশায় জুয়েল রানা এবং বিহারে মুহাম্মদ আতাহার হোসেনের নৃশংস হত্যাকাণ্ড। কেরালা রাজ্যে বাংলাদেশি সন্দেহে এক নিরীহ ব্যক্তিকে পিটিয়ে হত্যা।দেশটির বিভিন্ন প্রান্তে মুসলিম ও খ্রিষ্টানদের ওপর অব্যাহত গণপিটুনি ও লক্ষ্যভিত্তিক সহিংসতা।

বড়দিনে হামলার নিন্দা

মুখপাত্র আরও উল্লেখ করেন, গত সপ্তাহে বড়দিন উদযাপনকালে ভারতজুড়ে খ্রিষ্টান সম্প্রদায়ের ওপর যে গণসহিংসতা চালানো হয়েছে, তা আন্তর্জাতিক মানবাধিকারের পরিপন্থী। বাংলাদেশ এই ঘটনাগুলোকে 'ঘৃণাজনিত অপরাধ' হিসেবে গণ্য করছে।

বাংলাদেশ সরকার প্রত্যাশা করে, ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবে। মুখপাত্র স্মরণ করিয়ে দেন যে, নিজ দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের জান-মাল রক্ষা ও মর্যাদা নিশ্চিত করা প্রতিটি রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। বাংলাদেশ আশা করে ভারত এই দায়িত্ব পালনে সচেষ্ট হবে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.