× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হাদি হত্যার বিচার এই সরকারের মেয়াদেই: রিজওয়ানা হাসান

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২৮ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৬ এএম । আপডেটঃ ২৮ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৭ এএম

শাহবাগে ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে শহীদ হাদি হত্যার বিচার দ্রুত সম্পন্ন করার আশ্বাস দিচ্ছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার অন্তর্বর্তী সরকারের মেয়াদকালেই সম্পন্ন করার জোরালো আশ্বাস দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি জানিয়েছেন, অপরাধীরা যেখানেই থাকুক না কেন, তাদের আইনের আওতায় এনে দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।

শনিবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাতে রাজধানীর শাহবাগ মোড়ে ‘ইনকিলাব মঞ্চ’ আয়োজিত অবস্থান কর্মসূচিতে সংহতি প্রকাশ করতে এসে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা জানান, হাদি হত্যাকাণ্ডের তদন্ত অত্যন্ত গুরুত্বের সাথে চলছে। আগামী ৭ জানুয়ারি ২০২৫-এর পর সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আদালতে চার্জশিট দাখিল করা হবে। তিনি বলেন, “অতীতে মাত্র ছয় কার্যদিবসে বিচার সম্পন্ন হওয়ার নজির আমাদের আছে। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নির্ভুল ও শক্তিশালী চার্জশিট দেওয়া হবে, যাতে কোনো ফাঁকফোকর না থাকে।”

পলাতকদের ফিরিয়ে আনার উদ্যোগ

অভিযুক্তদের বিচার নিশ্চিত করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে উল্লেখ করে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, অভিযুক্তরা দেশত্যাগ করে থাকলেও আইন অনুযায়ী তাদের ‘ইন অ্যাবসেনশিয়া’ বা অনুপস্থিতিতে বিচার করা হবে।

তিনি আরোও বলেন,পলাতকদের দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারের সাথে যোগাযোগ করা হয়েছে এবং তারা সহযোগিতার আশ্বাস দিয়েছে।

উপদেষ্টা বলেন, “শহীদ হাদিকে আমি ভাইয়ের মতো দেখতাম। যে মানুষের জানাজায় লাখো মানুষ অংশ নেয়, তার বিচার নিশ্চিত করা আমাদের জাতীয় দায়িত্ব। তদন্তের স্বার্থে কৌশলগত কারণে এখনই সব তথ্য প্রকাশ করা হচ্ছে না, যাতে প্রতিপক্ষ কোনো সুবিধা না পায়।”

তিনি আরও জানান, তদন্তের সর্বশেষ অগ্রগতি নিয়ে আগামীকাল সকাল সাড়ে ৬টায় পুলিশ একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে, যেখানে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.