× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২৭ ডিসেম্বর ২০২৫, ১৩:২৭ পিএম । আপডেটঃ ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩:২৭ পিএম

জুলাই গণ-অভ্যুত্থানে প্রাণ হারানো শরীফ ওসমান হাদির কবরে শ্রদ্ধা জানাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

দীর্ঘ ১৭ বছর পর প্রবাস জীবন শেষে দেশে ফিরে ব্যস্ত সময় পার করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার সকালে তিনি জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম সক্রিয় মুখ ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির কবরে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত করেছেন। এরপর তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতেও পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত করেন।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন জাতীয় কবির সমাধিস্থলে পৌঁছান। সেখানে শায়িত শরীফ ওসমান হাদির কবরে তিনি পুষ্পস্তবক অর্পণ করেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন। মোনাজাত পরিচালনা করেন ওসমান হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক। এরপর তারেক রহমান পাশে অবস্থিত জাতীয় কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বিএনপি প্রধানের আগমনকে কেন্দ্র করে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। পুলিশ, র‍্যাব ও বিজিবির বিশেষ টহল লক্ষ্য করা গেছে। গত দুই দিনের মতো আজ তিনি লাল-সবুজ বাসে না গিয়ে একটি সাদা রঙের সুসজ্জিত গাড়িতে করে সেখানে পৌঁছান। প্রিয় নেতাকে একনজর দেখতে রাস্তার দুই পাশে হাজারো নেতা-কর্মী ভিড় করেন।

বিএনপি মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, আজ তারেক রহমানের পঙ্গু হাসপাতাল পরিদর্শনের কথা থাকলেও সেখানে বর্তমানে কোনো আহত রোগী চিকিৎসাধীন না থাকায় সফরটি বাতিল করা হয়েছে। জিয়ারত শেষে তিনি আগারগাঁওস্থ নির্বাচন কমিশন কার্যালয়ে গিয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধনের কাজ সম্পন্ন করবেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার লন্ডন থেকে দেশে ফেরার পর তারেক রহমানকে ঘিরে সারাদেশে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। বিমানবন্দর থেকে পূর্বাচলের সমাবেশ পর্যন্ত সাধারণ মানুষের ঢল দলটির রাজনৈতিক শক্তি প্রদর্শনের অনন্য নজির স্থাপন করেছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.