× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নির্বাচন করতে পদত্যাগ করছেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান

২৪ ডিসেম্বর ২০২৫, ১৮:৫৭ পিএম । আপডেটঃ ২৪ ডিসেম্বর ২০২৫, ১৮:৫৭ পিএম

নির্বাচনী লড়াইয়ে নামতে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তার পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আগামী ২৭ ডিসেম্বর (শনিবার) তিনি আনুষ্ঠানিকভাবে নিজের পদ ছাড়ছেন বলে নিশ্চিত করেছেন।

বুধবার দুপুরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, “আমি নির্বাচনে অংশ নেব এবং ইতিমধ্যে মনোনয়ন চেয়েছি। বর্তমানে অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্বে থাকলেও নিয়ম অনুযায়ী পদত্যাগ করেই আমি ভোটের মাঠে নামব।”

সূত্রমতে, মো. আসাদুজ্জামান ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে লড়তে আগ্রহী। এর আগে গত ৫ নভেম্বর তিনি নিজের এই রাজনৈতিক আকাঙ্ক্ষার কথা গণমাধ্যমকে জানিয়েছিলেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামানকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়। আইনি পেশার পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক এবং দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.