× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাংলাদেশিদের জন্য চীনা ভিসায় বড় ছাড়

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২৩ ডিসেম্বর ২০২৫, ২৩:২৩ পিএম । আপডেটঃ ২৩ ডিসেম্বর ২০২৫, ২৩:২৪ পিএম

বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত করার ঘোষণা দিয়েছে চীন। এখন থেকে স্বল্পমেয়াদী ভিসার ক্ষেত্রে আবেদনকারীদের আর আঙুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে না। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এক বিশেষ বার্তায় ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাস এই তথ্য নিশ্চিত করেছে। মূলত দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও ভ্রমণ আরও স্বাচ্ছন্দ্যময় করতেই এই বিশেষ সুবিধা দেওয়া হয়েছে।

দূতাবাসের বার্তায় জানানো হয়, নতুন এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে এবং ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে। এর ফলে পর্যটন, ব্যবসায়িক কর্মকাণ্ড বা আত্মীয়-স্বজনের সাথে দেখা করতে যারা স্বল্প সময়ের জন্য চীনে যেতে চান, তাদের ভিসা পাওয়ার প্রক্রিয়া আরও সহজতর হলো। ইতিপূর্বে ভিসা সেন্টারে স্বশরীরে উপস্থিত হয়ে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার যে বাধ্যবাধকতা ছিল, নির্দিষ্ট সময়ের জন্য তা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

দূতাবাস স্পষ্ট করেছে যে, সব ধরনের স্বল্পমেয়াদী ভিসা আবেদনকারীরা এই ফিঙ্গারপ্রিন্ট ছাড়ের আওতায় থাকবেন। মূলত এক বা দুইবার প্রবেশের ক্ষেত্রে এবং অল্প সময়ের জন্য ভ্রমণের ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য হবে।

তবে দীর্ঘমেয়াদী এবং বিশেষ কিছু ক্যাটাগরির ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকছে। নিম্নলিখিত ভিসা আবেদনকারীদের অবশ্যই ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে ডি, জে-১, কিউ-১, এস-১, এক্স-১ এবং জেড ক্যাটাগরির ভিসা। রেসিডেন্স পারমিট বা দীর্ঘমেয়াদী বসবাসের অনুমতির জন্য আবেদন করতে হবে, তাদের জন্য বায়োমেট্রিক তথ্য দেওয়া বাধ্যতামূলক।

চীনা দূতাবাসের এই পদক্ষেপের ফলে ব্যবসায়ী এবং পর্যটকদের দীর্ঘদিনের ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে যারা দ্রুত সময়ের মধ্যে চীনের ভিসা পেতে চান, তাদের জন্য এটি বড় সুযোগ।

বিষয় : চীন

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.