আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাঠে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সংখ্যা না বাড়লে পুলিশের কর্মকর্তাদের ‘ম্যাজিস্ট্রেসি ক্ষমতা’ দেওয়ার দাবি জানিয়েছেন পুলিশ সুপাররা (এসপি)। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আয়োজিত এক গুরুত্বপূর্ণ সম্মেলনে এই দাবি জানানো হয়। ডিসি-এসপি, সব রেঞ্জের ডিআইজি, বিভাগীয় কমিশনার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সাথে নির্বাচন কমিশনের এই সমন্বয় সভায় ভোটের মাঠের নানা চ্যালেঞ্জ ও সংকটের কথা তুলে ধরেন মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা।
পুলিশের দাবি ও লজিস্টিক সংকট
সম্মেলনে পুলিশ সুপাররা জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য পর্যাপ্ত সংখ্যক নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা জরুরি। যদি ম্যাজিস্ট্রেটের সংখ্যা বাড়ানো সম্ভব না হয়, তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকেই ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিতে হবে। এছাড়াও তারা বেশ কিছু বাস্তবসম্মত সংকটের কথা উল্লেখ করেন:
বিগত নির্বাচনগুলোতে পুলিশের জন্য বরাদ্দকৃত বাজেটে বৈষম্য ছিল দাবি করে এবার তা বাড়ানোর জোর দাবি জানানো হয়। পুলিশের বড় সংকট যানবাহন ও জনবল। একই দিনে জাতীয় নির্বাচন ও অন্য কোনো নির্বাচন আয়োজনকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তারা। ভোটকেন্দ্রে অসুস্থ ও প্রতিবন্ধী ভোটারদের সহায়তায় পুলিশের পাশাপাশি রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মীদের যুক্ত করার সুপারিশ করা হয়।
সম্মেলনে জেলা প্রশাসকরা (ডিসি) মাঠ পর্যায়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা জানান, এখনো অনেকের কাছে বৈধ অস্ত্র রয়ে গেছে, যা নির্বাচনের আগে দ্রুত উদ্ধার করা প্রয়োজন। দুর্গম ও দূরবর্তী অঞ্চলে দ্রুত যাতায়াতের জন্য তারা হেলিকপ্টার ব্যবহারের সুবিধা চেয়েছেন। এছাড়া গুজব ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) ব্যবহার করে অপতথ্য প্রচারকে নির্বাচনের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেছেন জেলা প্রশাসকরা।
অন্যান্য দাবি ও সুপারিশ
দেশের বিভিন্ন উপজেলায় জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে পুড়ে যাওয়া গাড়িগুলোর বিপরীতে দ্রুত নতুন গাড়ি সরবরাহের দাবি জানানো হয়। সীমান্ত জেলাগুলোতে অবৈধ অনুপ্রবেশ ও প্রভাব ঠেকাতে কড়া নিরাপত্তার সুপারিশ করা হয়েছে। জেলা প্রশাসকরা স্পষ্ট জানান, তারা আইনের বাইরে কোনো কাজ করবেন না এবং গণভোটের প্রচারের জন্য সময় বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন।
নির্বাচন কমিশন মাঠ প্রশাসনের এসব দাবি ও সুপারিশ গুরুত্বের সাথে বিবেচনার আশ্বাস দিয়েছে।