দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বহুল প্রতীক্ষিত ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের দ্বিতীয় ইউনিট স্থাপনসহ মোট ২২টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৪৬ হাজার ৪১৯ কোটি ৬৬ লাখ টাকা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূস সভায় সভাপতিত্ব করেন।
অনুমোদিত ২২টি প্রকল্পের মধ্যে ১৪টি একেবারে নতুন, ৫টি সংশোধিত এবং ৩টি প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। ব্যয়ের খতিয়ান বিশ্লেষণে দেখা যায়:
- সরকারি অর্থায়ন (জিওবি): ৩০ হাজার ৪৮২ কোটি ৪৯ লাখ টাকা।
- বৈদেশিক ঋণ: ১ হাজার ৬৮৯ কোটি ৬১ লাখ টাকা।
- সংস্থার নিজস্ব অর্থায়ন: ১৪ হাজার ২৪৭ কোটি ৫৬ লাখ টাকা।
এবারের একনেক সভায় সবচেয়ে আলোচিত প্রকল্প ছিল চট্টগ্রাম ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণ। এর মাধ্যমে দেশের জ্বালানি তেল শোধনের সক্ষমতা কয়েকগুণ বৃদ্ধি পাবে, যা বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে বড় ভূমিকা রাখবে। এছাড়া যোগাযোগ ও নগর উন্নয়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প অনুমোদন পেয়েছে। কর্ণফুলী টানেল সংযোগ সড়ক থেকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গাছবাড়িয়া পর্যন্ত উন্নয়ন এবং হিলি স্থলবন্দর-ঘোড়াঘাট মহাসড়ক প্রশস্তকরণ। ঢাকা-সিলেট-তামাবিল মহাসড়ক চার লেনে উন্নীতকরণে ভূমি অধিগ্রহণ প্রকল্পও অনুমোদন পেয়েছে। সিলেট সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা নিরসন ও বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্প এবং নারায়ণগঞ্জের আলীগঞ্জে সরকারি কর্মচারীদের জন্য ৬৭২টি ফ্ল্যাট নির্মাণ। পটুয়াখালী ও সিলেট বিভাগের গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো ও সড়ক প্রশস্তকরণ। গাজীপুরের কোনাবাড়িতে দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র পুনর্নির্মাণ এবং সাভারে আর্মি ইনস্টিটিউট অব ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশনের উন্নয়ন।
সভায় পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদসহ অর্থ, পররাষ্ট্র, স্বরাষ্ট্র, বিদ্যুৎ ও জ্বালানি এবং পরিবেশ মন্ত্রণালয়ের উপদেষ্টারা উপস্থিত ছিলেন। পরিকল্পনা উপদেষ্টা জানান, একনেক সভার পাশাপাশি ৫০ কোটি টাকার কম ব্যয় সম্বলিত আরও ১০টি প্রকল্প সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়েছে।