বাংলাদেশ হাই কমিশন দূতাবাস।
ভারতে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশনে একের পর এক পরিকল্পিত হামলা, ভাঙচুর ও হুমকির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। এসব ঘটনার কড়া প্রতিবাদ জানাতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার বিকেলে তাকে মন্ত্রণালয়ে তলব করে ভারতের দিল্লি ও শিলিগুড়িতে ঘটে যাওয়া ‘অনাকাঙ্ক্ষিত’ সহিংসতার ঘটনায় তীব্র নিন্দা ও কড়া বার্তা দেওয়া হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কূটনৈতিক স্থাপনায় এ ধরনের সহিংসতা ও ভীতি প্রদর্শন কেবল আন্তর্জাতিক রীতির লঙ্ঘনই নয়, বরং দুই দেশের পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতার নীতিকেও মারাত্মকভাবে ক্ষুণ্ণ করে।
গত ১০ দিনের ব্যবধানে এই নিয়ে দ্বিতীয়বার ভারতীয় হাই কমিশনারকে তলব করল ঢাকা। এর আগে গত ১৪ ডিসেম্বর জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের গ্রেপ্তারে সহযোগিতা চেয়ে তাকে তলব করা হয়েছিল। এবার মূলত দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে হিন্দুত্ববাদী সংগঠনের বিক্ষোভ এবং শিলিগুড়িতে ভিসা সেন্টারে ভাঙচুরের ঘটনার প্রেক্ষাপটে তাকে ডাকা হয়।
গত শনিবার রাতে দিল্লির চাণক্যপুরীতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের সামনে ‘অখণ্ড হিন্দু রাষ্ট্রসেনা’ নামের একটি সংগঠনের সদস্যরা উসকানিমূলক স্লোগান দেয়। অভিযোগ রয়েছে, তারা বাংলাদেশের হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে সরাসরি প্রাণনাশের হুমকি দেয়।
এর রেশ কাটতে না কাটতেই সোমবার পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা সেন্টারে একদল বিক্ষোভকারী তালা ঝুলিয়ে দেয় এবং ভাঙচুর চালায়। উদ্ভূত পরিস্থিতিতে দিল্লি, আগরতলা ও শিলিগুড়িতে বাংলাদেশের সব ধরনের ভিসা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
ভারতের দাবি ও বাংলাদেশের প্রত্যাখ্যান
দিল্লির ঘটনা নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল দাবি করেছেন, সেখানে নিরাপত্তা বেষ্টনী লঙ্ঘনের কোনো ঘটনা ঘটেনি এবং পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে। তবে ভারতের এই ব্যাখ্যাকে ‘বিভ্রান্তিকর’ বলে সরাসরি প্রত্যাখ্যান করেছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “বাংলাদেশ হাই কমিশন দিল্লির অত্যন্ত সংরক্ষিত বা স্যানিটাইজড এলাকায় অবস্থিত। সেখানে ২৫-৩০ জনের একটি উগ্রবাদী দল স্লোগান দিতে দিতে এত দূর পৌঁছাল কীভাবে? তার মানে তাদের আসতে দেওয়া হয়েছে। ভারতীয় প্রেসনোটে বিষয়টিকে যেভাবে সহজ করে দেখানোর চেষ্টা করা হয়েছে, বিষয়টি আসলে অতটা সহজ নয়।”
ঢাকার কড়া বার্তা
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, কূটনৈতিক স্থাপনায় এ ধরনের ‘পরিকল্পিত সহিংসতা’ মিশনের কর্মীদের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে। বাংলাদেশ সরকার ভারত সরকারকে এই হামলার ঘটনাগুলোর পুঙ্খানুপুঙ্খ তদন্ত করার এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে ভিয়েনা কনভেনশন অনুযায়ী ভারতে বাংলাদেশের সব কূটনৈতিক মিশনের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
বিষয় : উদ্বেগ শিলিগুড়ি দিল্লি ভারতীয় হাই কমিশনার
সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2025 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
