× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভারতের শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা সেন্টারে হিন্দুত্ববাদীদের তাণ্ডব, কার্যক্রম বন্ধ

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২২ ডিসেম্বর ২০২৫, ২১:৪০ পিএম । আপডেটঃ ২২ ডিসেম্বর ২০২৫, ২১:৪১ পিএম

শিলিগুড়িতে বিক্ষোভ প্রদর্শনকালে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্রে তালা ঝুলিয়ে দেয় হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা। ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্রে (বিডিভিএসি) ভাঙচুর চালিয়েছে হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠনের সদস্যরা। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে এই হামলার পর বিক্ষোভকারীরা কেন্দ্রটিতে তালা ঝুলিয়ে দেয়। উদ্ভূত পরিস্থিতিতে ভারতের রাজধানী দিল্লি ও ত্রিপুরার আগরতলা মিশনের পর এবার শিলিগুড়িতেও বাংলাদেশের ভিসা সংক্রান্ত সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে।

কূটনৈতিক ও স্থানীয় সূত্র জানায়, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর কথিত নির্যাতনের অভিযোগ তুলে সোমবার দুপুরে শিলিগুড়ির বাঘা যতীন পার্কে জড়ো হন বিশ্ব হিন্দু পরিষদ (বিএইচপি), হিন্দু জাগরণ মঞ্চ ও শিলিগুড়ি মহানগর সংগঠনের প্রায় তিন শতাধিক সদস্য। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে তারা সেভক রোডে অবস্থিত বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্রে চড়াও হন।

বিক্ষোভকারীরা কেন্দ্রের ভেতরে ভাঙচুর চালান এবং বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন বন্ধসহ বিভিন্ন দাবিতে স্লোগান দেন। পরে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল সেন্টারের কর্মকর্তাদের ‘হুমকি’ দিয়ে অবিলম্বে কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়। তারা সাফ জানিয়ে দেয়, বাংলাদেশে হিন্দুদের ওপর পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই অফিসের তালা খোলা যাবে না। এমনকি ভবনের সামনে থাকা বাংলাদেশের ভিসাসংক্রান্ত বোর্ড ও ব্যানার সরিয়ে ফেলারও আল্টিমেটাম দেওয়া হয়।

নিরাপত্তার কথা ভেবে বেসরকারি প্রতিষ্ঠান ‘ডিইউডিজিটাল’ পরিচালিত শিলিগুড়ির এই কেন্দ্রটি সোমবার বেলা তিনটার আগেই বন্ধ করে দেওয়া হয়। এ ঘটনার পর কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের (এমইএ) কলকাতা দপ্তরে নিরাপত্তা জোরদারের অনুরোধ জানিয়ে জরুরি চিঠি পাঠিয়েছে।

এদিকে, দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এবং ত্রিপুরার আগরতলায় সহকারী হাইকমিশন থেকেও সব ধরনের কনস্যুলার ও ভিসা সেবা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। সোমবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ কার্যকর থাকবে।

একই দিনে কলকাতার বেগবাগান মোড়ে বাংলাদেশের ডেপুটি হাইকমিশন অভিমুখে বিশাল বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তবে পুলিশি ব্যারিকেডের কারণে মিছিলটি মিশনের প্রায় ২০০ মিটার দূরে আটকে যায়। এর আগে গত শনিবার রাতে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে চরমপন্থী সংগঠন ‘অখণ্ড হিন্দু রাষ্ট্রসেনা’র সদস্যরা বিক্ষোভ প্রদর্শন করে এবং বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে হুমকি দেয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ভারতে নিযুক্ত বাংলাদেশের কূটনীতিক ও তাদের পরিবার বর্তমানে চরম নিরাপত্তা ঝুঁকির মধ্যে রয়েছেন। পরিস্থিতি পর্যবেক্ষণের পর মিশনগুলোর কার্যক্রম পুনরায় চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.