ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ছাত্র আন্দোলনের অন্যতম রূপকার শরীফ ওসমান হাদি কোনো ব্যক্তি নন, বরং একটি অবিনাশী আদর্শের নাম বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, ‘প্রিয় ওসমান হাদি, তোমাকে আমরা বিদায় দিতে আসিনি। তুমি আমাদের বুকের ভেতরে আছ। বাংলাদেশ যতদিন থাকবে, সব বাংলাদেশির হৃদয়ে তুমি ততদিন বেঁচে থাকবে।’
শনিবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ শরীফ ওসমান হাদির জানাজায় অংশ নিয়ে সংক্ষিপ্ত আবেগঘন বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টা তার বক্তব্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতার পঙ্ক্তি উদ্ধৃত করে বলেন, হাদি তরুণ প্রজন্মকে ‘বল বীর, উন্নত মম শির’ মন্ত্রে দীক্ষিত করে গেছেন। তিনি বলেন, “তুমি আমাদের কানে এমন এক মন্ত্র দিয়ে গেছ যা কেউ কোনোদিন ভুলবে না। দুনিয়ার সামনে আমরা মাথা উঁচু করে দাঁড়াব, কারো কাছে মাথা নত করব না—এটিই হবে আমাদের জাতির মূল প্রেরণা।”
রাজনীতির নতুন পাঠ শিখিয়েছেন হাদি
নির্বাচন ও রাজনৈতিক শিষ্টাচারের ক্ষেত্রে ওসমানের ভূমিকার প্রশংসা করে ড. ইউনূস বলেন, “হাদি নির্বাচনে অংশ নিতে চেয়েছিলেন। তিনি দেখিয়ে গেছেন কীভাবে মানুষকে কষ্ট না দিয়ে বিনয়ের সঙ্গে প্রচার চালাতে হয় এবং জনসাধারণের কাছে পৌঁছাতে হয়। আমরা তার এই শিক্ষা দেশের রাজনৈতিক সংস্কৃতিতে ধারণ ও বাস্তবায়ন করতে চাই।”
লাখো মানুষের শেষ বিদায়
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হাদির জানাজায় তিল ধারণের ঠাঁই ছিল না। লাখো মানুষের উপস্থিতিকে ‘জনসমুদ্র’ হিসেবে অভিহিত করে প্রধান উপদেষ্টা বলেন, “শুধু এখানে উপস্থিত মানুষই নয়, সারা বিশ্বের কোটি কোটি বাংলাদেশি আজ হাদির কথা শোনার জন্য অপেক্ষা করছে। আমরা আজ শুধু তাকে বিদায় দিচ্ছি না, বরং তার স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার করছি। এই দায়িত্ব বর্তমান প্রজন্ম ছাড়িয়ে ভবিষ্যৎ প্রজন্মের কাঁধেও বর্তাবে।”
বক্তব্যের শেষে প্রধান উপদেষ্টা হাদির আত্মার মাগফিরাত কামনা করে বলেন, “হাদি হারিয়ে যাবে না। যুগের পর যুগ ধরে এই জাতি তোমাকে স্মরণে রাখবে। আজ তোমাকে আল্লাহর হাতে আমানত হিসেবে সঁপে দিয়ে গেলাম।”