জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এন নাসির উদ্দিন। আগামীকাল রোববার (২১ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে এই উচ্চপর্যায়ের নীতিনির্ধারণী সভা অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, রোববার সিইসির সভাপতিত্বে দুই দফায় এই গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে।
প্রথম সভা
দুপুর ১২টায় তিন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করবেন সিইসি। এই বৈঠকে নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা ও সশস্ত্র বাহিনীর ভূমিকার রূপরেখা নিয়ে আলোচনা হতে পারে।
দ্বিতীয় সভা
দুপুর ২টা ৩০ মিনিটে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন নির্বাচন কমিশনাররা।
আগারগাঁওয়ের নির্বাচন ভবন মিলনায়তনে আয়োজিত এই সভায় প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও চারজন নির্বাচন কমিশনার এবং ইসি সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। সভায় তিন বাহিনীর প্রধান ছাড়াও পুলিশ, র্যাব, বিজিবি, কোস্টগার্ড ও আনসার বাহিনীর শীর্ষ কর্মকর্তারা দেশের বর্তমান ও নির্বাচনকালীন নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তাদের পরিকল্পনা ও পর্যবেক্ষণ তুলে ধরবেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিত হতে যাওয়া গণভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে এই সমন্বয় সভা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জনমনে আস্থা ফেরানো এবং ভোটের সুন্দর পরিবেশ নিশ্চিত করতেই কমিশন সশস্ত্র বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরামর্শ নিতে এই উদ্যোগ নিয়েছে।