ওসমান হাদিকে গুলি করার ঘটনায় ফয়সল করিমের ঘনিষ্ঠ সহযোগী মো. কবির। আজ বিকেলে ঢাকার আদালত প্রাঙ্গণে।
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিকানা নিয়ে নতুন তথ্য বেরিয়ে এসেছে। আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) এই মামলায় গ্রেপ্তার প্রধান সন্দেহভাজন ফয়সল করিম মাসুদের ঘনিষ্ঠ সহযোগী মো. কবিরের রিমান্ড আবেদনের শুনানিতে পুলিশ দাবি করেছে, গুলি করার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক মো. কবির। যদিও কবির আদালতে দাবি করেছেন, মোটরসাইকেলটি তার বন্ধু কিনেছেন তার জাতীয় পরিচয়পত্র (আইডি) ব্যবহার করে। অন্যদিকে, এই মামলায় আগে গ্রেপ্তার হওয়া আব্দুল হান্নান নামে আরেক ব্যক্তিও মোটরসাইকেলটি নিজের নয় বলে দাবি করেছিলেন। মাথায় গুলিবিদ্ধ ওসমান হাদি বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসাধীন।
কবিরের মালিকানার দাবি পুলিশের
ওসমান হাদি হত্যাচেষ্টার ঘটনায় প্রধান সন্দেহভাজন ফয়সল করিম মাসুদের ঘনিষ্ঠ সহযোগী মো. কবিরকে গতকাল সোমবার (১৫ ডিসেম্বর) রাতে নারায়ণগঞ্জের একটি ইটভাটা থেকে গ্রেপ্তারের তথ্য জানায় র্যাব। আজ বিকেলে গোয়েন্দা পুলিশের (ডিবি) মতিঝিল জোনাল টিমের পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা ফয়সাল আহম্মেদ কবিরকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
র্যাবের দেওয়া তথ্যমতে, গত ৫ ডিসেম্বর বাংলামোটরে ওসমান হাদির 'ইনকিলাব কালচারাল সেন্টারে' দেখা যায় মো. কবিরকে। ছবি: সংগৃহীত
আদালতে তদন্ত কর্মকর্তা বলেন, সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে, আসামি কবির ও ফয়সলসহ অন্য আসামিরা ৫ ডিসেম্বর বাংলামোটরে ওসমান হাদির প্রতিষ্ঠিত ইনকিলাব কালচারাল সেন্টারে গিয়েছিলেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, হান্নানের বিক্রি করা মোটরসাইকেলের বর্তমান মালিক কবির।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. কাইয়ুম হোসেন বলেন, কবির ঢাকার আদাবর থানা স্বেচ্ছাসেবক লীগের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক। মোটরসাইকেলযোগে গিয়ে ওসমান হাদিকে গুলি করা হয়েছে এবং মোটরসাইকেলের মালিক কবির। এ ঘটনায় আর কে কে জড়িত, তা জানার জন্য তাকে রিমান্ডে নেওয়া প্রয়োজন। শুনানি শেষে বিচারক কবিরের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালতে শুনানির সময় বিচারক কবিরকে কিছু বলার আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, "স্যার, আমি ১৮ দিন আগে ফয়সল করিমের মোটরসাইকেলে ট্রিপ ও পাঠাও চালাতাম। তিনি ফোন দিলে বিভিন্ন জায়গায় নিয়ে যেতেন। ১৮ দিন আগে ফয়সল আমাকে বলেছিল, সে হাদির সঙ্গে ব্যবসা করে, তার নির্বাচনী প্রচারণায় কাজ করে। তার কাছে যাবে। আমি যেতে না চাইলেও উনি আমাকে নিয়ে গেছেন। এই আমার অপরাধ।"
-6941a95e4771e.jpg)
ব্যাটারিচালিত রিকশায় বসা ওসমান হাদিকে গুলি করে মোটরসাইকেলে চড়ে দ্রুত পালিয়ে যাচ্ছে হামলাকারীরা। ছবি: সিসি ক্যামেরার ফুটেজ থেকে সংগৃহীত
মোটরসাইকেলের মালিকানা নিয়ে বিচারকের প্রশ্নের জবাবে কবির বলেন, "মোটরসাইকেলটা আমার এক বন্ধুর। সে আমার আইডি (জাতীয় পরিচয়পত্র) দিয়ে গাড়ি কিনেছে।" বন্ধুটির নাম জানতে চাইলে কবির বলেন, "মাইনুদ্দিন ইসলাম শুভ।"
এর আগে, হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিকানা দাবি করে মো. আব্দুল হান্নান নামে একজনকে গ্রেপ্তার ও রিমান্ডে নিয়েছিল পুলিশ। গত রোববার (১৪ ডিসেম্বর) রিমান্ড শুনানিতে হান্নান আদালতে বলেছিলেন, মোটরসাইকেলটি তিনি মিরপুর মাজার রোডের একটি শোরুম থেকে কিনেছিলেন, কিন্তু হাতে সমস্যা হওয়ায় চালাতে না পেরে সেটি শোরুমে বিক্রি করে দেন। তিনি দাবি করেন, শোরুম থেকে মালিকানা বদলের জন্য ফোন করা হলেও অসুস্থতার কারণে তিনি যেতে পারেননি। তিনি আসল সত্য উদঘাটনের জন্য তাকে শোরুমে নিয়ে যাওয়ার জন্য পুলিশ ও র্যাবের কাছে অনুরোধ করলেও কেউ শোনেনি।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচার চালাচ্ছিলেন। গত শুক্রবার (১২ ডিসেম্বর) মতিঝিল এলাকায় প্রচার চালিয়ে ফেরার পথে পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে ব্যাটারিচালিত রিকশায় বসা অবস্থায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। মাথায় গুলিবিদ্ধ ওসমান হাদির অবস্থা সংকটাপন্ন হওয়ায় গতকাল তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে।
বিষয় : হত্যা আইন ও আদালত অপরাধ শরিফ ওসমান হাদি
সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2025 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
