× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মাহফুজ-আসিফের শূন্য পদে আসছেন আদিলুর-রিজওয়ানা

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১০ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৭ এএম । আপডেটঃ ১০ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৮ এএম

অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ দুই ছাত্র উপদেষ্টা পদত্যাগ করায় শূন্য হওয়া মন্ত্রণালয়গুলোর দায়িত্ব পুনর্বণ্টন নিয়ে আলোচনা করছেন উপদেষ্টা পরিষদের সদস্যরা। ফাইল ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক আগে অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদের পদত্যাগের কারণে ফাঁকা হওয়া তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে নতুন করে কোনো উপদেষ্টা নিয়োগ দেওয়া হচ্ছে না। পদত্যাগজনিত এই শূন্যস্থান পূরণে পুরনো দুই অভিজ্ঞ উপদেষ্টা আদিলুর রহমান খান ও সৈয়দা রিজওয়ানা হাসানকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হতে পারে বলে সরকারের শীর্ষ সূত্রে জানা গেছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রাক্কালে সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করতে চলেছেন দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তাদের পদত্যাগের ফলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়—এই তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের উপদেষ্টার পদ শূন্য হচ্ছে।

সরকারের উচ্চপর্যায়ের খোঁজ নিয়ে জানা গেছে, এই তিনটি মন্ত্রণালয়ে নতুন কাউকে দায়িত্ব না দিয়ে বর্তমান উপদেষ্টাদের মধ্যে দায়িত্ব বণ্টন করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে।

গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে নতুন দায়িত্বপ্রাপ্তরা

আলোচনা অনুযায়ী, সরকারের দুইজন জ্যেষ্ঠ উপদেষ্টা অতিরিক্ত দায়িত্ব পেতে যাচ্ছেন:

১. আদিলুর রহমান খান: বর্তমানে তিনি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে আছেন। তাকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। 

২. সৈয়দা রিজওয়ানা হাসান: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা রিজওয়ানা হাসানকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে।

এই দায়িত্ব পুনর্বণ্টনের প্রক্রিয়া দ্রুতই কার্যকর করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

সূত্র মতে, সরকারের শীর্ষ পর্যায় থেকে প্রথমে উপদেষ্টা আদিলুর রহমান খানকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে অনুরোধ করা হলে তিনি কিছুটা অপারগতা প্রকাশ করেন। এ মন্ত্রণালয়ের দীর্ঘদিনের অনিয়ম নিয়ে বিভিন্ন সময়ে গণমাধ্যমে প্রকাশিত খবরের কারণে তিনি দায়িত্ব নিতে অনাগ্রহ দেখান। তার আশঙ্কা ছিল, শেষ সময়ে এই মন্ত্রণালয়ের অনিয়মের দায়ভার তার ওপরও আসতে পারে।

তবে সরকারের উচ্চপর্যায়ের চিন্তা ছিল, নির্বাচনের আগে শেষ মুহূর্তে এই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে নতুন কাউকে দায়িত্ব দেওয়া হবে না। বরং অভিজ্ঞ ও পুরনো উপদেষ্টাদের দিয়েই কাজ চালানো হবে। সেই প্রেক্ষাপটে শেষ পর্যন্ত সরকারের সিদ্ধান্ত মেনে অতিরিক্ত দায়িত্ব নিতে রাজি হন আদিলুর রহমান খান।

অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের দুই গুরুত্বপূর্ণ সদস্য মাহফুজ আলম (তথ্য ও সম্প্রচার) এবং আসিফ মাহমুদ (স্থানীয় সরকার, যুব ও ক্রীড়া) তাদের পূর্বঘোষণা অনুযায়ী আজ বুধবার পদত্যাগ করছেন। তারা নির্বাচনের তফসিল ঘোষণার আগেই এই সিদ্ধান্ত নিলেন।

গত বছরের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের প্রতিনিধি হিসেবে শুরুতে তিনজন সরকারে যুক্ত হন।

নাহিদ ইসলাম

প্রথমে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পান, কিন্তু গত ফেব্রুয়ারিতে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গঠনের আহ্বায়ক হওয়ার জন্য তিনি উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন।

আসিফ মাহমুদ

শুরুতে শ্রম এবং পরে স্থানীয় সরকার ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।

মাহফুজ আলম

নাহিদ ইসলামের পদত্যাগের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পান।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ছাত্র প্রতিনিধিদের পদত্যাগের পর তাদের শূন্যস্থান পূরণে অভিজ্ঞ উপদেষ্টাদের অতিরিক্ত দায়িত্ব প্রদান সরকারের পক্ষ থেকে চলমান স্থিতিশীলতা ও ধারাবাহিকতা বজায় রাখার একটি কৌশল বলে মনে করছেন।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.