ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আগামী ৮ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে যেকোনো দিন ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। পাশাপাশি এবারের নির্বাচনে ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়িয়ে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ রোববার নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেন।
আজ রোববার নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের সামনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, তফসিল ঘোষণার প্রস্তুতি প্রায় শেষ।
তফসিল ঘোষণার সময়সীমা নিয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, "প্রধান নির্বাচন কমিশনার আগেই বলেছিলেন, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে। সপ্তাহটি হচ্ছে ৮ থেকে ১৫ ডিসেম্বর। এ সময়ের মধ্যে যেকোনো দিন তফসিল ঘোষণা করা হবে।"
নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ সপ্তাহের মধ্যেই তফসিল ঘোষণার চূড়ান্ত প্রস্তুতি চলছে বলে তিনি উল্লেখ করেন।
ভোটগ্রহণের সময় বাড়ছে এক ঘণ্টা
নির্বাচনী প্রক্রিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে এবার ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানো হচ্ছে। নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, "এবার ভোট গ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানো হচ্ছে। সকাল সাড়ে সাতটায় ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকেল সাড়ে চারটা পর্যন্ত।"
নির্বাচন কমিশনার সাংবাদিকদের আরও জানান, অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে আগামী বছরের (ফেব্রুয়ারি) প্রথমার্ধে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর একই বছরে জুলাই মাসে জাতীয় সনদ (ন্যাশনাল চার্টার) নিয়ে একটি গণভোট অনুষ্ঠিত হবে।
এই ঘোষণাগুলো নির্বাচনী প্রক্রিয়ায় গতি আনবে বলে ধারণা করা হচ্ছে।