× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চট্টগ্রাম বন্দরের ইজারার কাজ বন্ধ না করলে অবরোধ-ধর্মঘটের হুঁশিয়ারি স্কপের

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০৬ ডিসেম্বর ২০২৫, ০০:৩৯ এএম । আপডেটঃ ০৬ ডিসেম্বর ২০২৫, ১৫:২৯ পিএম

শুক্রবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে চট্টগ্রাম বন্দর ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ শেষে মশালমিছিল করে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)-এর কর্মীরা। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দর বিদেশি সংস্থার হাতে ইজারা দেওয়ার প্রক্রিয়া স্থগিত এবং ইতোমধ্যে সম্পাদিত চুক্তি বাতিলের দাবিতে কঠোর হুঁশিয়ারি দিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। বন্দর ইজারার কাজ বন্ধ করা না হলে দেশব্যাপী কঠোর অবরোধ ও ধর্মঘটের মতো কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছে শ্রমিকদের এই প্ল্যাটফর্ম।

আজ শুক্রবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশ ও মশালমিছিল থেকে স্কপ এই হুঁশিয়ারি দেয়। পরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটি তাদের দাবি ও কর্মসূচির কথা বিস্তারিত জানায়।

সমাবেশ থেকে স্কপ নেতারা অবিলম্বে তিনটি মূল দাবি পূরণের আহ্বান জানান। 

১. নিউমুরিং টার্মিনাল ইজারা স্থগিত: চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ নিউমুরিং টার্মিনাল বিদেশিদের কাছে ইজারা দেওয়ার কার্যক্রম অবিলম্বে স্থগিত করতে হবে।

২. চুক্তি বাতিল:

লালদিয়া ও পানগাঁও টার্মিনাল ইজারা সংক্রান্ত চুক্তি বাতিল করতে হবে।

৩. শ্রমিকের নিরাপত্তা:

আইন করে জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণ এবং শ্রমজীবীদের কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

সমাবেশে স্কপ নেতারা অভিযোগ করেন যে, সম্পূর্ণ অগণতান্ত্রিক উপায়ে বন্দর ইজারা প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। তারা উল্লেখ করেন, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল বিদেশিদের কাছে ইজারা দেওয়ার বৈধতা নিয়ে হাইকোর্টে একটি রিট বিচারাধীন থাকা সত্ত্বেও সরকার এই প্রক্রিয়া থেকে সরে আসেনি।


স্কপ নেতারা দাবি করেন:

"হাইকোর্টে সেই রিটের বিচারকাজ চলার সময়েই সরকার শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচারের রায়ের দিনে লালদিয়া ও পানগাঁও টার্মিনালের ইজারা চুক্তি সম্পন্ন করেছে, যা আইন ও শ্রমিক স্বার্থের পরিপন্থী।"


সমাবেশে সভাপতিত্ব করেন স্কপের যুগ্ম সমন্বয়ক আবদুল কাদের হাওলাদার, সঞ্চালনা করেন আহসান হাবিব বুলবুল।

সংগঠনটির নেতারা হুঁশিয়ারি দেন যে, সরকার যদি অবিলম্বে বন্দর ইজারা দেওয়ার প্রক্রিয়া বন্ধের ঘোষণা না করে, তবে তাঁরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন। সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হয়:

  • ১০ ডিসেম্বর: বেলা ১১টায় চট্টগ্রামে বন্দর অভিমুখে লাল পতাকা মিছিল।
  • বিভাগীয় কনভেনশন: সিলেট বিভাগীয় কনভেনশন আয়োজন করা হবে।
  • দেশব্যাপী আন্দোলন: সারা দেশে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি পালন করা হবে।


সমাবেশে বক্তব্য দেন স্কপ নেতা ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, জাতীয় শ্রমিক জোটের সভাপতি মেজবাহ উদ্দিন আহমেদ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতন, বাংলাদেশ লেবার ফেডারেশনের সাধারণ সম্পাদক সাকিল আক্তার চৌধুরী, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সভাপতি চৌধুরী আশিকুল আলম, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশের সভাপতি সাইফুজ্জামান বাদশা ও সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল, এবং বাংলাদেশের জাতীয় শ্রমিক জোটের সাধারণ সম্পাদক বাদল খান সহ অন্যান্য শ্রমিক নেতারা।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.