বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা তত্ত্বাবধানের জন্য আজ বুধবার রাতে চার সদস্যের একটি চীনা বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকার এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন। একই দিন সকালে যুক্তরাজ্য থেকে ডা. রিচার্ড বিলি নামে আরও একজন বিশেষজ্ঞ চিকিৎসকও হাসপাতালে এসে পৌঁছেছেন। বিদেশি এই বিশেষজ্ঞ দল এখন হাসপাতালের মেডিকেল বোর্ডের সঙ্গে পরামর্শ করে সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসার পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় সহযোগিতা করতে বুধবার রাত সাড়ে ৯টার দিকে চায়না সাউদার্ন এয়ারলাইনসের একটি ফ্লাইটে চীনা চিকিৎসক দলটি ঢাকায় পৌঁছায়। রাত সোয়া ১০টার দিকে তারা সরাসরি এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেন।
বিএনপির মিডিয়া সেল সূত্রে জানা যায়, চার সদস্যের এই দলে রয়েছেন ডা. কাই জিয়াংফ্যাং, ডা. ইউয়ান জিন, ডা. ঝ্যাং ইউহুই ও ডা. মেং হং। বিমানবন্দরে সাবেক সচিব আব্দুল খালেক তাদের স্বাগত জানান। হাসপাতালে তাদের অভ্যর্থনা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
চীনা দলের আসার আগেই বুধবার সকালে যুক্তরাজ্য থেকে ডা. রিচার্ড বিলি নামে একজন বিশেষজ্ঞ চিকিৎসক এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন। তিনি সকাল ১০টা ৩৫ মিনিটে হাসপাতালের চতুর্থ তলার করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) প্রবেশ করেন, যেখানে বর্তমানে খালেদা জিয়া চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালের একটি ঊর্ধ্বতন সূত্র জানিয়েছে, বিদেশি এই বিশেষজ্ঞ চিকিৎসকরা প্রথমে খালেদা জিয়ার সর্বশেষ মেডিকেল রিপোর্টগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করবেন। এরপর তারা হাসপাতালের বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডের সঙ্গে বিস্তারিত আলোচনা ও পরামর্শ করে তার চিকিৎসার পরবর্তী ধাপ সম্পর্কে তাদের মূল্যায়ন জানাবেন।
বর্তমানে গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘদিন ধরে কিডনি, লিভার, হার্ট ও ডায়াবেটিসজনিত জটিলতাসহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যা নিয়ে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।