ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের লোগো। ছবি: সংগৃহীত
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের 'উল্লেখযোগ্য রাজনৈতিক প্রভাব' রয়েছে বলে মন্তব্য করেছে বেলজিয়ামভিত্তিক থিংক ট্যাংক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ (আইসিজি)। জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রায় ঘোষণার পর আইসিজি জানায় যে, এই বিচারপ্রক্রিয়া সমালোচনামুক্ত না হলেও, এই রায়ের ফলে বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার প্রত্যাবর্তনের সম্ভাবনা এখন 'খুব ক্ষীণ' হয়ে উঠেছে। সংস্থাটি একই সঙ্গে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
আইসিজির বাংলাদেশবিষয়ক জ্যেষ্ঠ কনসালট্যান্ট থমাস কিয়ান এক বিবৃতিতে বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধের জন্য দোষী সাব্যস্ত করার এই রায়কে বাংলাদেশে ব্যাপকভাবে স্বাগত জানানো হবে। এর কারণ ব্যাখ্যা করে তিনি বলেন,
আইসিজি এ প্রসঙ্গে জাতিসংঘের তথ্য-অনুসন্ধান প্রতিবেদনে উল্লিখিত তথ্য পুনর্ব্যক্ত করে জানায় যে, গত বছর বিক্ষোভ-সহিংসতায় ১ হাজার ৪০০-এর বেশি মানুষ নিহত হয়েছিলেন।
ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ স্পষ্টভাবে বলেছে যে, এই বিচারপ্রক্রিয়া সমালোচনার বাইরে নয়। তারা বিচারিক পদ্ধতির কিছু দিক নিয়ে প্রশ্ন তুলেছে:
১. আসামির অনুপস্থিতিতে বিচার: আইসিজি মনে করে, অনুপস্থিতিতে হওয়া বিচার প্রায়শই বিতর্কের জন্ম দেয়।
২. দ্রুততার সঙ্গে শুনানি: মামলার দ্রুততার সঙ্গে শুনানি হওয়া এবং
৩. সুযোগ-সুবিধার ঘাটতি: বিবাদী পক্ষের স্পষ্টত সুযোগ-সুবিধার ঘাটতিও সুষ্ঠু বিচার নিয়ে প্রশ্ন তৈরি করেছে।
আইসিজি বলেছে, এই সমালোচনাগুলো বাংলাদেশের ফৌজদারি বিচারব্যবস্থার দীর্ঘস্থায়ী চ্যালেঞ্জগুলোকে তুলে ধরছে। সংস্থাটির মতে, ২০২৪ সালের আগস্টে ক্ষমতায় আসার পর দেশের অন্তর্বর্তী সরকার এসব চ্যালেঞ্জ সমাধানে পর্যাপ্ত ব্যবস্থা নেয়নি। তবে, আইসিজি সতর্ক করে বলেছে যে, এই সমালোচনা শেখ হাসিনার কর্মকাণ্ড, আওয়ামী লীগ নেতৃত্বের কর্মকাণ্ড বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি অংশের কর্মকাণ্ডকে হালকাভাবে নেওয়ার জন্য ব্যবহার করা উচিত নয়।
আইসিজি মনে করে, এই রায়ের রাজনৈতিক প্রভাব সুদূরপ্রসারী। বিবৃতিতে বলা হয়েছে:
২০২৬ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশে জাতীয় নির্বাচন হওয়ার কথা। এই সময়ে সাম্প্রতিক বোমা হামলার ঘটনা এবং আওয়ামী লীগের 'লকডাউন' কর্মসূচি দেশটির পরিস্থিতিকে উত্তপ্ত করে তুলেছে বলে উল্লেখ করেছে আইসিজি।
সংস্থাটি উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়ে বলেছে, আওয়ামী লীগের সহিংসতাপূর্ণ কার্যক্রম থেকে বিরত থাকা উচিত এবং একই সঙ্গে অন্তর্বর্তী সরকারকে অবশ্যই দলটির সমর্থকদের ওপর অতিরিক্ত দমনপীড়ন বাদ দিতে হবে।
বিষয় : মৃত্যুদণ্ড শেখ হাসিনা রায়
সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন
যোগাযোগ: +880244809006
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2025 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
