ভারতের জাতীয় পতাকা। ছবি: এএফপি
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে একটি সংক্ষিপ্ত বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এই রায়ের বিষয়ে ভারত অবগত হয়েছে বলে জানানো হলেও, তারা সরাসরি কোনো মন্তব্য করেনি। তবে এই রায় ঘোষণার পরপরই বাংলাদেশ সরকার মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে দ্রুত হস্তান্তরের জন্য ভারতের প্রতি আনুষ্ঠানিক আহ্বান জানিয়েছে। গত বছর গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি
গত বছর জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও একই সাজা দেওয়া হয়েছে, এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে দেওয়া হয়েছে পাঁচ বছরের কারাদণ্ড।
এই রায় ঘোষণার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি প্রকাশ করে। তাতে বলা হয়, "সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঘোষিত রায়ের বিষয়ে ভারত অবগত হয়েছে।"
বিবৃতিতে ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকে এবং প্রতিবেশী হিসেবে তাদের সাধারণ নীতি তুলে ধরে। পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে:
"একটি নিকট প্রতিবেশী হিসেবে ভারত বাংলাদেশে শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি, স্থিতিশীলতাসহ বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের বিষয়ে অঙ্গীকারবদ্ধ রয়েছে। এই লক্ষ্য অর্জনে আমরা সব সময় সব অংশীজনের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকব।"
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার পর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় দ্রুত এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানকে হস্তান্তরের জন্য ভারতের প্রতি জরুরি আহ্বান জানানো হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে:
"মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত এই ব্যক্তিদের দ্বিতীয় কোনো দেশ আশ্রয় দিলে তা হবে অত্যন্ত অবন্ধুসুলভ আচরণ এবং ন্যায়বিচারের প্রতি অবজ্ঞার শামিল। আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানাই, তারা যেন অনতিবিলম্বে দণ্ডপ্রাপ্ত এই দুই ব্যক্তিকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।"
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি (Extradition Treaty) অনুসারে দণ্ডপ্রাপ্ত এই দুজনকে হস্তান্তর করাটা "ভারতের জন্য অবশ্যপালনীয় দায়িত্বও বটে।"
ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ভারতে পালিয়ে যান এবং সেখানেই অবস্থান করছেন।
এর আগেও বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য ভারতের কাছে একাধিকবার অনুরোধ জানিয়েছে। তবে ভারত সরকার এই বিষয়ে এখনও পর্যন্ত জনসমক্ষে কোনো সিদ্ধান্ত বা মন্তব্য প্রকাশ করেনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই রায় ঘোষণার পর ভারত সরকারের পরবর্তী পদক্ষেপের দিকেই এখন সবার দৃষ্টি রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন
যোগাযোগ: +880244809006
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2025 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
