জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার (ওএইচসিএইচআর)
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায় ঘোষণাকে গত বছরের গণ-অভ্যুত্থানের সময় গুরুতর মানবাধিকার লঙ্ঘনের শিকার ভুক্তভোগীদের জন্য একটি 'গুরুত্বপূর্ণ মুহূর্ত' হিসেবে উল্লেখ করেছে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের (ওএইচসিএইচআর) দপ্তর। তবে একই সঙ্গে এই রায়ে মৃত্যুদণ্ডের সাজা থাকায় গভীর অসন্তোষ প্রকাশ করেছেন ওএইচসিএইচআর-এর মুখপাত্র রাভিনা শামদাসানি।
সোমবার (১৭ নভেম্বর) মানবতাবিরোধী অপরাধের দায়ে রায় ঘোষণার পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতিসংঘের এই অবস্থান তুলে ধরেন তিনি।
ওএইচসিএইচআরের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে মুখপাত্র রাভিনা শামদাসানি বলেন, "২০২৫ সালের ফেব্রুয়ারিতে আমাদের তথ্য-অনুসন্ধান প্রতিবেদন প্রকাশের পর থেকে আমরা নির্দেশদাতা ও নেতৃত্বের অবস্থানে থাকা ব্যক্তিসহ দোষীদের আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়ে আসছি। একই সঙ্গে ভুক্তভোগীদের কার্যকর প্রতিকার ও ক্ষতিপূরণ পাওয়ার ব্যবস্থা করারও আহ্বান জানিয়েছি।"
ওএইচসিএইচআর যদিও এই রায়কে ভুক্তভোগীদের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে, তবুও বিচারিক প্রক্রিয়া নিয়ে কিছু উদ্বেগ প্রকাশ করেছে।
রাভিনা শামদাসানি বলেন, "যেহেতু এই বিচারপ্রক্রিয়ার কার্যক্রমের বিষয়ে আমরা অবগত ছিলাম না, তাই আমরা ধারাবাহিকভাবে বলে এসেছি যে সব জবাবদিহিমূলক কার্যক্রম, বিশেষ করে আন্তর্জাতিক অপরাধের অভিযোগগুলো যেন প্রশ্নাতীতভাবে যথাযথ প্রক্রিয়া ও ন্যায়বিচারের আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করে।"
মুখপাত্র জোর দিয়ে বলেন, এই আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখা বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ, এই মামলায় অভিযুক্তের অনুপস্থিতিতে বিচার হয়েছে এবং মৃত্যুদণ্ডের শাস্তি দেওয়া হয়েছে।
মৃত্যুদণ্ডের সাজা দেওয়ায় রাভিনা শামদাসানি তার অসন্তোষ পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, “মৃত্যুদণ্ডের রায়ের জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আমরা সব পরিস্থিতিতে এর বিরোধিতা করি।” জাতিসংঘের মানবাধিকার দপ্তর সব ধরনের পরিস্থিতিতে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে তাদের অবস্থান নিশ্চিত করেছে।
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক আশা প্রকাশ করেছেন, এই রায় ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশ সত্য প্রকাশ, ক্ষতিপূরণ ও ন্যায়বিচারের একটি সমন্বিত প্রক্রিয়ার মধ্য দিয়ে জাতীয় ঐক্য ও ক্ষত কাটিয়ে ওঠার দিকে এগিয়ে যাবে।
তিনি আরও বলেন, এই প্রক্রিয়ায় নিরাপত্তা খাতের অর্থবহ ও রূপান্তরমূলক সংস্কার অন্তর্ভুক্ত থাকা উচিত। এই সংস্কার হতে হবে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, "যেন আর কখনো মানবাধিকার লঙ্ঘন ও নিপীড়নের ঘটনা না ঘটে।" ওএইচসিএইচআর এই প্রচেষ্টাগুলোতে বাংলাদেশ সরকার ও জনগণকে সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন
যোগাযোগ: +880244809006
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2025 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
