× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের মৃত্যুদণ্ড, কেন এই সাজা?

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৭ নভেম্বর ২০২৫, ২৩:১২ পিএম । আপডেটঃ ১৮ নভেম্বর ২০২৫, ০২:০৮ এএম

শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান। ফাইল ছবি

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। একই মামলায় সাবেক পুলিশপ্রধান চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। গণ-অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধের ঘটনায় এটিই প্রথম কোনো মামলার রায়।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ সোমবার এ ঐতিহাসিক রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে আনা পাঁচটি অভিযোগকে ছয়টি কাউন্টে ভাগ করে রায় দেন। অপরাধের নৃশংসতা, গুরুত্ব ও গভীরতা বিবেচনা করে, সবচেয়ে গুরুতর তিনটি কাউন্টে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড এবং অপেক্ষাকৃত কম গুরুতর অপর তিনটি কাউন্টে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে।

শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল: তিনটি কাউন্টে মৃত্যুদণ্ড ও তিনটি কাউন্টে আমৃত্যু কারাদণ্ড।


চৌধুরী আবদুল্লাহ আল-মামুন: উভয় অভিযোগে ৫ বছরের কারাদণ্ড।

শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মূলত তিনটি গুরুতর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এই অভিযোগগুলো 'সুপিরিয়র রেসপনসিবিলিটি' (ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দায়) নীতির অধীনে প্রমাণিত হয়।


অপরাধের ঘটনাদণ্ডপ্রাপ্ত আসামিদণ্ডের কারণ
১. চানখাঁরপুলে ৬ আন্দোলনকারীকে গুলি করে হত্যাশেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালহত্যা করার আদেশ, অপরাধ সংঘটনে সহযোগিতা ও নিষ্ঠুরতা প্রতিরোধে নিষ্ক্রিয়তা।
২. আশুলিয়ায় ৬ আন্দোলনকারীকে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়াশেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালএকই ধরনের মানবতাবিরোধী অপরাধ সংঘটন।
৩. আন্দোলনকারীদের হত্যা করতে হেলিকপ্টার ও লেথাল উইপন ব্যবহারের নির্দেশশেখ হাসিনামানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটন।


শেখ হাসিনার ক্ষেত্রে রায় বিশ্লেষণে ট্রাইব্যুনাল বলেন, প্রথম অভিযোগের অধীন তিনটি ঘটনা—উসকানি, হত্যা করার আদেশ এবং নিষ্ঠুরতা প্রতিরোধে নিষ্ক্রিয়তা—আন্তর্জাতিক অপরাধ আইনের সংশ্লিষ্ট বিধান অনুসারে শাস্তযোগ্য। এ তিনটি ঘটনায় তাঁকে একটি সাজা প্রদানের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেটি হচ্ছে মৃত্যুদণ্ডের সাজা।

আসাদুজ্জামান খান কামালের ক্ষেত্রে রায়ে উল্লেখ করা হয়, চানখাঁরপুল ও আশুলিয়ার উভয় ক্ষেত্রেই ছয়জন করে হত্যার ঘটনায় অপরাধ সংঘটনে সহযোগিতা ও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ব্যর্থতার জন্য তিনি দায়ী। এ কারণেই তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

মৃত্যুদণ্ডের পাশাপাশি, অন্য তিনটি ঘটনায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়:

উসকানিমূলক বক্তব্য: ২০২৪ সালের ১৪ জুলাই গণভবনে সংবাদ সম্মেলনে আন্দোলনকারীদের 'রাজাকারের বাচ্চা' সম্বোধন করে উসকানিমূলক বক্তব্য প্রদান।

হত্যার আদেশ ও উসকানি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মাকসুদ কামালের সঙ্গে কথোপকথনে আন্দোলনকারীদের 'রাজাকার' বলে ফাঁসি দেওয়ার উসকানি ও আদেশ।

রংপুরে আবু সাঈদকে গুলি করে হত্যা: অপরাধ সংঘটনে আসামিদের অধীনস্থ ব্যক্তিদের কোনো বাধা না দেওয়ার ফলে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদকে পুলিশ গুলি করে হত্যা করে।

রায়ে বলা হয়, বাংলাদেশে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত হবে। একই সঙ্গে, ২০২৪ সালের জুলাই আন্দোলনে নিহত ও আহত আন্দোলনকারীদের ক্ষতিপূরণ দিতে সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে:

  • নিহতদের পরিবারকে উল্লেখযোগ্য পরিমাণ (Considable Amount) ক্ষতিপূরণ দিতে হবে।

  • আহত আন্দোলনকারীদের আঘাতের মাত্রা ও ক্ষতি বিবেচনায় পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে পদক্ষেপ নিতে বলা হয়েছে।

সাবেক পুলিশপ্রধান চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে তাঁর অবদান, স্বীকারোক্তি ও নমনীয়তা বিবেচনা করে। প্রসিকিউশন পক্ষ জানিয়েছে, তিনি রাজসাক্ষী হয়েছেন, ক্ষমা চেয়েছেন এবং তাঁর দেওয়া সাক্ষ্য ট্রাইব্যুনালের সঠিক রায় বিশ্লেষণে সহায়তা করেছে। ট্রাইব্যুনাল স্বীকার করেন যে, অপরাধের সম্পৃক্ততায় তাঁর সর্বোচ্চ শাস্তি প্রাপ্য ছিল, কিন্তু তাঁর এসব অবদান বিবেচনায় সর্বোচ্চ নমনীয়তা দেখিয়ে তাঁকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হলো।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.