শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান। ফাইল ছবি
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। একই মামলায় সাবেক পুলিশপ্রধান চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। গণ-অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধের ঘটনায় এটিই প্রথম কোনো মামলার রায়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ সোমবার এ ঐতিহাসিক রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে আনা পাঁচটি অভিযোগকে ছয়টি কাউন্টে ভাগ করে রায় দেন। অপরাধের নৃশংসতা, গুরুত্ব ও গভীরতা বিবেচনা করে, সবচেয়ে গুরুতর তিনটি কাউন্টে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড এবং অপেক্ষাকৃত কম গুরুতর অপর তিনটি কাউন্টে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে।
শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল: তিনটি কাউন্টে মৃত্যুদণ্ড ও তিনটি কাউন্টে আমৃত্যু কারাদণ্ড।
চৌধুরী আবদুল্লাহ আল-মামুন: উভয় অভিযোগে ৫ বছরের কারাদণ্ড।
শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মূলত তিনটি গুরুতর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এই অভিযোগগুলো 'সুপিরিয়র রেসপনসিবিলিটি' (ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দায়) নীতির অধীনে প্রমাণিত হয়।
| অপরাধের ঘটনা | দণ্ডপ্রাপ্ত আসামি | দণ্ডের কারণ |
| ১. চানখাঁরপুলে ৬ আন্দোলনকারীকে গুলি করে হত্যা | শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল | হত্যা করার আদেশ, অপরাধ সংঘটনে সহযোগিতা ও নিষ্ঠুরতা প্রতিরোধে নিষ্ক্রিয়তা। |
| ২. আশুলিয়ায় ৬ আন্দোলনকারীকে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়া | শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল | একই ধরনের মানবতাবিরোধী অপরাধ সংঘটন। |
| ৩. আন্দোলনকারীদের হত্যা করতে হেলিকপ্টার ও লেথাল উইপন ব্যবহারের নির্দেশ | শেখ হাসিনা | মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটন। |
সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন
যোগাযোগ: +880244809006
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2025 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
