উপদেষ্টার সৈয়দা রিজওয়ানা হাসানের রাজধানীর সেন্ট্রাল রোডের বাসার সামনে ককটেল বিস্ফোরণের পর ধোঁয়া উড়ছে। ছবি: সিসি ক্যামেরার ফুটেজ থেকে সংগৃহীত
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের রাজধানীর সেন্ট্রাল রোডের বাসভবনের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল রোববার রাত ৯টার দিকে সংঘটিত এ ঘটনায় কেউ হতাহত না হলেও জনমনে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। এদিকে, চলমান রাজনৈতিক অস্থিরতা ও একটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার প্রাক্কালে এমন ধারাবাহিক বিস্ফোরণের ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।
পরিবেশবিদ ও উপদেষ্টার দায়িত্বে থাকা সৈয়দা রিজওয়ানা হাসান নিজেই তাঁর বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়দের ভাষ্যমতে, বিস্ফোরণের পরপরই এলাকায় ধোঁয়ার সৃষ্টি হয় এবং লোকজন আতঙ্কে ছোটাছুটি শুরু করেন।
ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং তদন্তের স্বার্থে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে বিস্ফোরণের সঙ্গে জড়িত কাউকে এখনো গ্রেপ্তার করা যায়নি।
রিজওয়ানা হাসানের বাসার সামনে বিস্ফোরণের আগে গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর কারওয়ানবাজারের সার্ক ফোয়ারা মোড় এলাকায়ও দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঐ ঘটনাতেও কেউ হতাহত হয়নি।
এই ধারাবাহিক নাশকতার ঘটনাগুলো এমন এক সময়ে ঘটছে যখন দেশে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের বিচারের রায় আগামীকাল সোমবার ঘোষণা হতে যাচ্ছে। এই রায় ঘোষণাকে কেন্দ্র করে কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগ গত সপ্তাহে 'লকডাউন' কর্মসূচি ঘোষণা করে।
গত ১০ নভেম্বর থেকে শুরু হওয়া এই কর্মসূচি ঘিরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাস ও ট্রেনে অগ্নিসংযোগ এবং ককটেল বিস্ফোরণের মতো নাশকতার ঘটনা ঘটছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গতকাল শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ আওয়ামী লীগের ১৮ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। উপদেষ্টার বাসার সামনে বিস্ফোরণের ঘটনা চলমান এই সহিংস পরিবেশের নতুন মাত্রা যোগ করল।
সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন
যোগাযোগ: +880244809006
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2025 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
