ঢাকাসহ দেশের চারটি জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রাজধানী ও এর পার্শ্ববর্তী অঞ্চলে নাশকতামূলক কর্মকাণ্ড বৃদ্ধির প্রেক্ষাপটে বিজিবিকে মাঠে নামানো হয়েছে।
রোববার (১৬ নভেম্বর) বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকা, গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুর জেলার সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি দায়িত্ব পালন করছে।
সাম্প্রতিক সময়ে ঢাকা ও এর আশপাশের এলাকায় নাশকতামূলক তৎপরতা বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত এক সপ্তাহ ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে। এছাড়াও, বিভিন্ন মহাসড়ক এবং রাজধানীর একাধিক স্থানে বাসে আগুন দেওয়ার মতো ঘটনাও ঘটছে।
এমন পরিস্থিতিতে, অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিজিবিও মাঠ পর্যায়ে পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে কার্যকর ভূমিকা পালন করছে।