দীর্ঘদিনের আলোচনা ও সংস্কারের দাবির মুখে অবশেষে নতুন পোশাকে মাঠে নেমেছে বাংলাদেশ পুলিশ।
আজ শনিবার (১৬ নভেম্বর) থেকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সহ দেশের সব মহানগর পুলিশ এবং বিশেষায়িত ইউনিটের সদস্যরা আনুষ্ঠানিকভাবে নতুন পোশাক পরিধান শুরু করেছেন।
বৈষম্যবিরোধী আন্দোলনে দমন-পীড়নের অভিযোগের পর থেকে সমালোচনার মুখে থাকা পুলিশ বাহিনীর সংস্কার ও পোশাক পরিবর্তনের দাবি ওঠে। এরই পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার নতুন পোশাকের অনুমোদন দেয়। নতুন পোশাকে মহানগর পুলিশ এবং বিশেষায়িত ইউনিটগুলোর জন্য বেছে নেওয়া হয়েছে ‘লৌহ’ (আইরন) রঙ।
যেসব ইউনিটে নতুন পোশাক:
- ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)
- দেশের অন্যান্য মহানগর পুলিশ
- পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে আজ থেকে সব মহানগরে পুলিশের নতুন পোশাক চালু হয়েছে এবং পর্যায়ক্রমে সব সদস্য এই পোশাক পাবেন।
পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) এ এইচ এম শাহাদাত হোসাইন জানিয়েছেন, জেলা ও রেঞ্জ পুলিশের সদস্যরাও পর্যায়ক্রমে নতুন এই পোশাক পরিধান করবেন।
তবে, পুলিশের বিশেষায়িত ইউনিট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং স্পেশাল প্রটেকশন ব্যাটালিয়নের (এসপিবিএন) পোশাক আপাতত অপরিবর্তিত থাকবে।
এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী পোশাক পরিবর্তনের বিষয়ে বলেছিলেন, "পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত হয়ে গেছে। পুলিশের জন্য, র্যাবের জন্য এবং আনসারের জন্য। তিনটা সিলেক্ট করা হয়েছে। এটা ইমপ্লিমেন্ট হবে আস্তে আস্তে। একসঙ্গে সব করা যাবে না।"
পোশাক পরিবর্তনের পাশাপাশি পুলিশ সদস্যদের মানসিকতারও ইতিবাচক পরিবর্তন হবে বলে আশা করছে অন্তর্বর্তী সরকার। একইসঙ্গে, পুলিশ বাহিনীর সংস্কারের অংশ হিসেবে একটি স্বাধীন পুলিশ কমিশন গঠনের উদ্যোগও নিয়েছে সরকার, যা বাহিনীর কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে।