বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্ট অজিত দোভাল।
অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ভারত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে আগামী ১৯ নভেম্বর দিল্লি যাচ্ছেন। কলম্বো সিকিউরিটি কনক্লেভের (সিএসসি) সদস্য দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সপ্তম এই সম্মেলনটি ২০ নভেম্বর ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত হবে।
ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের আমন্ত্রণে দুদিনের এই সফরে যাচ্ছেন খলিলুর রহমান। ভারত এবার সিএসসি'র সম্মেলনের স্বাগতিক দেশ। সরকারের দায়িত্বশীল একটি সূত্র মঙ্গলবার নাম প্রকাশ না করার শর্তে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দিল্লি সফরের বিষয়টি নিশ্চিত করেছে। গতকাল সন্ধ্যায় ঢাকায় ভারতীয় হাইকমিশনের একটি সূত্রও খলিলুর রহমানের দিল্লি যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে, যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনো বাকি।
দিল্লিতে সম্মেলনের ফাঁকে বাংলাদেশ ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে কোনো দ্বিপাক্ষিক বৈঠক হবে কি না, সে বিষয়ে বাংলাদেশের কূটনৈতিক সূত্রগুলো এখনো নিশ্চিত নয়। তবে ভারতীয় একটি সূত্র আভাস দিয়েছে, এই সফরের সময় দুজনের মধ্যে উচ্চ-পর্যায়ের আলোচনার সম্ভাবনা রয়েছে।
বিশেষ করে, বাংলাদেশের পরিবর্তনশীল এবং অস্থির রাজনৈতিক পরিস্থিতির পটভূমিতে দুই দেশের গুরুত্বপূর্ণ নিরাপত্তা ব্যক্তিত্বদের মধ্যে সরাসরি আলোচনায় উভয় পক্ষের আগ্রহ রয়েছে। ফলে, ২০ নভেম্বরের মূল সম্মেলনের ফাঁকে সংক্ষিপ্ত সময়ের জন্য হলেও তাঁদের মধ্যে বৈঠকের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
গত বছর আগস্টে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এটি হতে যাচ্ছে দ্বিতীয় কোনো উপদেষ্টার দিল্লি সফর। এর আগে, চলতি বছরের ফেব্রুয়ারিতে ইন্ডিয়া এনার্জি উইকে অংশ নিতে জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ভারত সফর করেছিলেন।
# ২০ নভেম্বর দিল্লিতে সিএসসি নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলন
# ১৫ মাসে দ্বিতীয় কোনো উপদেষ্টার দিল্লি সফর হচ্ছে
অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই ভারত ও বাংলাদেশের মধ্যে উচ্চ-পর্যায়ের যোগাযোগ বজায় রয়েছে। গত বছরের ডিসেম্বরে ঢাকায় দুই দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর চলতি বছরের এপ্রিলে ব্যাংককে বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সৌজন্য সাক্ষাৎ করেন। এসব আলোচনার পাশাপাশি দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন এবং যৌথ নদী কমিশনের কারিগরি কমিটির বৈঠকও হয়েছে।
কলম্বো সিকিউরিটি কনক্লেভ হলো ভারত মহাসাগরীয় অঞ্চলের একটি বহুপক্ষীয় আঞ্চলিক নিরাপত্তা ফোরাম, যার মূল লক্ষ্য আঞ্চলিক নিরাপত্তা জোরদার করা। এই ফোরামের সদস্যদেশগুলো হলো ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মরিশাস ও বাংলাদেশ। সেশেলস পর্যবেক্ষক হিসেবে যুক্ত আছে। বাংলাদেশ ২০২৪ সালে এই ফোরামে পূর্ণ সদস্য হিসেবে যুক্ত হয়।
সিএসসি'র মূল লক্ষ্যগুলো পাঁচটি ক্ষেত্রে বিশেষ মনোযোগ দেয়:
সামুদ্রিক নিরাপত্তা, সন্ত্রাসবিরোধী সহযোগিতা এবং আন্তর্জাতিক হুমকি মোকাবিলায় সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে এই কনক্লেভ সদস্যদেশগুলোর মধ্যে গোয়েন্দা তথ্যের বিনিময়, যৌথ নীতি সমন্বয় এবং সক্ষমতা উন্নয়ন সহজতর করে। এর সচিবালয় শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে অবস্থিত।
সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন
যোগাযোগ: +880244809006
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2025 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
