× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

৯ জেলায় নতুন ডিসি নিয়োগ, ৮ ডিসিকে প্রত্যাহার

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৪ নভেম্বর ২০২৫, ০০:৩৫ এএম । আপডেটঃ ১৪ নভেম্বর ২০২৫, ০০:৩৫ এএম

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতীকী ছবি।

দেশের নয়টি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে আটটি জেলায় দায়িত্বে থাকা ডিসিদের প্রত্যাহার করা হয়েছে। এটি সরকারের ডিসি পদে রদবদলের চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে দেখা হচ্ছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গত বৃহস্পতিবার রাতে এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, নিম্নোক্ত নয়টি জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে:

  • চট্টগ্রাম
  • লক্ষ্মীপুর
  • মুন্সীগঞ্জ
  • নেত্রকোণা
  • চাঁপাইনবাবগঞ্জ
  • নওগাঁ
  • খাগড়াছড়ি
  • কুমিল্লা
  • নারায়ণগঞ্জ


অন্যদিকে, চাঁপাইনবাবগঞ্জ, মুন্সীগঞ্জ, নওগাঁ, খাগড়াছড়ি, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, নেত্রকোণা ও কুমিল্লার জেলা প্রশাসকদের বর্তমান পদ থেকে প্রত্যাহার করা হয়েছে।

উল্লেখ্য, বর্তমান সরকার সম্প্রতি মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে ব্যাপক রদবদল করছে। এর আগে, ৯ নভেম্বর ঢাকাসহ ১৫ জেলায় এবং এর একদিন পর, ১০ নভেম্বর আরও ১৪ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছিল। এর মাধ্যমে প্রশাসনকে আরও গতিশীল করার লক্ষ্যেই এই পরিবর্তন আনা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বিষয় : সরকার ডিসি

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.