× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন আলী রীয়াজ

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৩ নভেম্বর ২০২৫, ২০:১২ পিএম । আপডেটঃ ১৩ নভেম্বর ২০২৫, ২০:১৩ পিএম

অধ্যাপক আলী রীয়াজ। ফাইল ছবি

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রাষ্ট্রবিজ্ঞানী এবং শিক্ষাবিদ অধ্যাপক আলী রীয়াজকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত গেজেট প্রকাশ করেছে।

নিয়োগের এই আদেশে অধ্যাপক আলী রীয়াজকে উপদেষ্টা মর্যাদা প্রদান করা হয়েছে।

দেশের রাজনৈতিক সংস্কার প্রক্রিয়ায় শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন অধ্যাপক রীয়াজ। গত বছরের ১১ সেপ্টেম্বর সরকার কর্তৃক যে ছয়টি সংস্কার কমিশন গঠনের ঘোষণা দেওয়া হয়, তার মধ্যে অন্যতম হলো সংবিধান সংস্কার কমিশন। ওই বছরের ১৮ সেপ্টেম্বর অধ্যাপক রীয়াজ এই কমিশনের প্রধান হিসেবে নিয়োগ পান।

এছাড়াও, চলতি বছরের ফেব্রুয়ারিতে গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।

অধ্যাপক রীয়াজ বর্তমানে যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের ডিস্টিংগুইশড প্রফেসর হিসেবে কর্মরত। এর আগে, ২০০৭ থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি ওই বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক বিজ্ঞান বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব সফলভাবে পালন করেন।

শিক্ষাজীবনের বাইরেও তাঁর রয়েছে আন্তর্জাতিক গবেষণা ও নেতৃত্বমূলক অভিজ্ঞতা। তিনি অ্যাটলান্টিক কাউন্সিলের নন-রেসিডেন্ট সিনিয়র ফেলো এবং বর্তমানে আমেরিকান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের (এআইবিএস) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.