× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নির্বাচনের মাধ্যমে স্থিতিশীলতা আরও জোরদার হবে: লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০৫ নভেম্বর ২০২৫, ১৭:৫১ পিএম । আপডেটঃ ০৫ নভেম্বর ২০২৫, ১৭:৫২ পিএম

বুধবার (৫ নভেম্বর) ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন জেনারেল অফিসার কমান্ডিং, সদর দপ্তর আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (জিওসি আর্টডক) লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান। ছবি: সংগৃহীত।

অন্তর্বর্তী সরকারের রূপরেখা অনুযায়ী দ্রুততম সময়ে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে দেশের স্থিতিশীলতা আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেছে সেনাবাহিনী। একই সঙ্গে, নির্বাচন সম্পন্ন হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে এবং সামরিক সদস্যরা সেনানিবাসে নিজেদের প্রশিক্ষণ কার্যক্রমে ফিরতে পারবেন বলেও জানিয়েছে তারা।

বুধবার (৫ নভেম্বর) দুপুরে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেনারেল অফিসার কমান্ডিং, সদর দপ্তর আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (জিওসি আর্টডক) লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান এসব কথা বলেন।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছেন। নির্বাচন কমিশন সে অনুযায়ী প্রস্তুতি নিয়ে এগোচ্ছে।

লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান বলেন, ‘দেশের জনগণের মতো সেনাবাহিনীও চায়, সরকারের রূপরেখা অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হোক। আমরা আশা করি, নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরও ভালো হবে, আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে আরও স্বাভাবিক হবে এবং সেনাবাহিনী তখন সেনানিবাসে ফিরে যেতে পারবে। আমরা সেদিকেই তাকিয়ে আছি।’

তিনি উল্লেখ করেন, গত ১৫ মাস ধরে সেনাবাহিনী যে চ্যালেঞ্জ মোকাবিলা করছে, পরিস্থিতিটা সহজ ছিল না। এমন পরিস্থিতিতে বাংলাদেশ প্রতিদিন ফেস করে না। এই কারণেও তারা একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দ্রুত সেনানিবাসে ফিরতে চান।

নির্বাচনী কাজে সহায়তা করতে সেনাবাহিনীর প্রস্তুতির কথা তুলে ধরে এই সেনা কর্মকর্তা বলেন, ‘সরকার এখন পর্যন্ত নির্বাচনের যেটুকু রূপরেখা প্রণয়ন করেছে, সেটার ওপর ভিত্তি করে সেনাবাহিনী যথাযথ প্রস্তুতি গ্রহণ করছে। আমাদের প্রশিক্ষণ কার্যক্রম সীমিত আকারে চলছে। তার মধ্যে নির্বাচনের সময় আমাদের কী করণীয়, সেটাকে ফোকাসে রেখেই প্রশিক্ষণ করছি।’

১৫ মাস ধরে সেনাসদস্যদের একটি অংশ ব্যারাকের বাইরে থাকায় প্রশিক্ষণ বিঘ্নিত হচ্ছে বলেও জানান লেফটেন্যান্ট জেনারেল মাইনুর। তিনি বলেন, ‘নির্বাচন পর্যন্ত বা তার কিছুটা পরেও যদি বাইরে থাকতে হয়, তাহলে আরও কিছুদিন বাইরে থাকতে হবে। এতে করে আমাদের প্রশিক্ষণ বিঘ্নিত হচ্ছে।’

বেসামরিক প্রশাসনকে সহায়তা দিয়ে যাওয়া সেনাবাহিনীকে নিয়ে নানা অপপ্রচার চলছে দাবি করে মো. মাইনুর রহমান বলেন, ‘কিছু স্বার্থান্বেষী মহল মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যমূলকভাবে অপপ্রচার চালাচ্ছে। আগের যেকোনো সময়ের চেয়ে সেনাবাহিনী এখন আরও বেশি ঐক্যবদ্ধ। যে দায়িত্ব সেনাবাহিনীকে দেওয়া হয়েছে, সেটা সেনাবাহিনী পালন করবে।’

৫ আগস্ট-পরবর্তী পরিস্থিতির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ১৫ বছর ধরে যে আবেগের বহিঃপ্রকাশ ঘটানো যায়নি, সেনাবাহিনী এই সময়ের মধ্যে বিভিন্ন দুর্যোগ (যেমন কুমিল্লা, নোয়াখালীর বন্যা) এবং বিভিন্ন দাবিদাওয়া নিয়ে সড়ক অবরোধসহ নানান পরিস্থিতিতে ভূমিকা রেখেছে। তিনি মন্তব্য করেন, সেনাবাহিনী মাঠে না থাকলে পরিস্থিতি কতটা অবনতি হতো, তা কেউ ধারণাও করতে পারবেন না।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.