× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জাতীয় নির্বাচন প্রস্তুতি

তিন বাহিনীর প্রধানদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০১ নভেম্বর ২০২৫, ২২:৩৫ পিএম । আপডেটঃ ০২ নভেম্বর ২০২৫, ১৭:০৪ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রস্তুতি নিয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন তিন বাহিনীর প্রধানেরা। (বাঁ থেকে) বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। ছবি: সংগৃহীত

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। নির্বাচনকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা বজায় রাখতে তিনি তিন বাহিনীর প্রধানদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

শনিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। এ সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান উপস্থিত ছিলেন। পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করে।


  • প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন আয়োজনে প্রতিশ্রুতিবদ্ধ।


  • আসন্ন নির্বাচন যেন কঠোর নিরাপত্তার চাদরে ঢাকা থাকে, সেজন্য তিনি তিন বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।


  • গত ১৫ মাসে দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সামরিক বাহিনীর সদস্যদের কঠোর পরিশ্রমের জন্য প্রধান উপদেষ্টা তাদের সাধুবাদ জানান।


  • বৈঠকে তিন বাহিনীর প্রধানেরা নির্বাচনের জন্য সামরিক বাহিনীর সর্বাত্মক প্রস্তুতির বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন।


  • সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় প্রায় ৯০ হাজার সেনাসদস্য, আড়াই হাজার নৌবাহিনীর সদস্য এবং দেড় হাজার বিমানবাহিনীর সদস্য মোতায়েন থাকবেন।


  • প্রতিটি উপজেলায় এক কোম্পানি সেনা মোতায়েন থাকার কথা রয়েছে।


  • বৈঠকে তিন বাহিনীর প্রধানেরা আগামী ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের আয়োজনে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানান।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.